LIC Agent Jobs: উইকএন্ডে লাখ টাকা আয়ের সুযোগ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 20, 2023 | 2:46 PM

এলআইসি বা ভারতীয় জীবনবিমা দিচ্ছে এই সুযোগ । এলআইসির এজেন্ট হিসাবে এই কাজ করা যাবে সপ্তাহের ছুটির দিনেও । পার্ট টাইম বা ফুল টাইম এই কাজের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে দ্বাদশ পাশ । লাগবে ৪টি রঙিন পাসপোর্ট ছবি, প্যান কার্ড, আধার কার্ড এবং শিক্ষার ও বয়সের প্রমাণপত্র । প্রতি সপ্তাহে কমপক্ষে ২টি করে পলিসি বিক্রয় করতে হবে এজেন্টদের

উইকএন্ডে ৪ থেকে ৫ ঘণ্টা সময় দিলে মাসে ৮৪ হাজার উপার্জনের হাতছানি। এলআইসি বা ভারতীয় জীবনবিমা দিচ্ছে এই সুযোগ । এলআইসির এজেন্ট হিসাবে এই কাজ করা যাবে সপ্তাহের ছুটির দিনেও । পার্ট টাইম বা ফুল টাইম এই কাজের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে দ্বাদশ পাশ । লাগবে ৪টি রঙিন পাসপোর্ট ছবি, প্যান কার্ড, আধার কার্ড এবং শিক্ষার ও বয়সের প্রমাণপত্র । প্রতি সপ্তাহে কমপক্ষে ২টি করে পলিসি বিক্রয় করতে হবে এজেন্টদের । এলআইসি ১টি পলিসিতে এজেন্টদের সর্বোচ্চ ৩৫% কমিশন দেয় । ২য় বছর পলিসির প্রিমিয়াম জমা দিলে এজেন্ট পায় ৭.৫% কমিশন । পরবর্তী বছরগুলোয় প্রিমিয়ামের ৫% করে কমিশন পাবেন এজেন্ট। টার্ম, এনডাওমেন্ট, চাইল্ড প্ল্যান এবং হেলথ ইনস্যুরেন্সের ২৫% কমিশন পায় এজেন্ট। পেনসন পলিসিতে এজেন্টদের প্রাপ্য ২% । এভাবে প্রতিমাসে ২.৪ লাখ টাকার পলিসি আনলে তার ৩৫% কমিশন ৮৪ হাজার আয় করতে পারবেন এজেন্ট। আর মাসে ৩ লক্ষ টাকার ব্যবসা এলে এজেন্ট পাবেন ১ লাখেরও বেশি ।