Zomato UPI: জোমাটোর পেমেন্ট এবার ইউপিআইয়ে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 20, 2023 | 2:34 PM

আর কেবল গুগল পে, ফোন পে বা পে টিএম নয় । এবার ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর পেমেন্ট করা যাবে ইউপিআইয়ে। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই নিয়ে এসেছে এই সুবিধা । রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করেছে জোমাটো । জোমাটো ইউপিআই পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে টাকাও পাঠানো যাবে । একে বলা হয় পিয়ার টু পিয়ার সিস্টেম

Follow Us

অনলাইনে আমরা খাবারদাবার অর্ডার করি। জোমাটো তেমনই একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। আর কেবল গুগল পে, ফোন পে বা পে টিএম নয় । এবার ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর পেমেন্ট করা যাবে ইউপিআইয়ে। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই নিয়ে এসেছে এই সুবিধা । রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করেছে জোমাটো । জোমাটো ইউপিআই পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে টাকাও পাঠানো যাবে । একে বলা হয় পিয়ার টু পিয়ার সিস্টেম । কীভাবে অ্যাক্টিভেট করবেন এই পরিষেবা? জোমাটো অ্যাপ ইন্সটল করে প্রোফাইল সেকশনে যান । খুঁজুন ‘জোমাটো ইউপিআই’ । ক্লিক করুন ‘অ্যাক্টিভেট জোমাটো ইউপিআই’ । সেট করুন জোমাটো ইউপিআই আইডি । রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ব্যাঙ্ক ও ইউপিআইয়ের সঙ্গে যুক্ত করুন জোমাটো অ্যাকাউন্ট । হয়ে যাবে জোমাটো এবং ইউপিআইয়ের সংযুক্তিকরন । তারপর সহজেই জোমাটোয় অর্ডার করা খাবারের বিল মেটান ইউপিআইয়ের সাহায্যে ।

অনলাইনে আমরা খাবারদাবার অর্ডার করি। জোমাটো তেমনই একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। আর কেবল গুগল পে, ফোন পে বা পে টিএম নয় । এবার ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর পেমেন্ট করা যাবে ইউপিআইয়ে। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই নিয়ে এসেছে এই সুবিধা । রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করেছে জোমাটো । জোমাটো ইউপিআই পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে টাকাও পাঠানো যাবে । একে বলা হয় পিয়ার টু পিয়ার সিস্টেম । কীভাবে অ্যাক্টিভেট করবেন এই পরিষেবা? জোমাটো অ্যাপ ইন্সটল করে প্রোফাইল সেকশনে যান । খুঁজুন ‘জোমাটো ইউপিআই’ । ক্লিক করুন ‘অ্যাক্টিভেট জোমাটো ইউপিআই’ । সেট করুন জোমাটো ইউপিআই আইডি । রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ব্যাঙ্ক ও ইউপিআইয়ের সঙ্গে যুক্ত করুন জোমাটো অ্যাকাউন্ট । হয়ে যাবে জোমাটো এবং ইউপিআইয়ের সংযুক্তিকরন । তারপর সহজেই জোমাটোয় অর্ডার করা খাবারের বিল মেটান ইউপিআইয়ের সাহায্যে ।

Next Video