Lightning And Thunder: প্রতি মিনিটে বজ্রপাত প্রায় 40 বার
পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদের ব্যাপারে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই হ্রদটি তৈরি হয়েছিল ৩৫ মিলিয়ন বছর ধরে। প্রায় ১৩৫০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে এই হ্রদটি। এই হ্রদের নিচে এমন কিছু জিনিস রয়েছে যার জন্য সারা বছর বজ্রপাত হয়।
পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদের ব্যাপারে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই হ্রদটি তৈরি হয়েছিল ৩৫ মিলিয়ন বছর ধরে। প্রায় ১৩৫০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে এই হ্রদটি। এই হ্রদের নিচে এমন কিছু জিনিস রয়েছে যার জন্য সারা বছর বজ্রপাত হয়। বজ্রপাতের সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। বছরের মধ্যে প্রায় ২৯৭ দিন এখানে বজ্রপাত হয়। প্রতি মিনিটে প্রায় ৪০ বার বজ্রপাত হয়। বজ্রপাতের আলো এতটাই বেশি থাকে যে, সেখানকার মানুষকে আলো জ্বালাতে লাগে না। ভেনেজুয়েলার এই হ্রদের মত এতবার বজ্রপাত আর কোথাও দেখা যায় না। অনেক বৈজ্ঞানিকরা মনে করেন এই হ্রদের নিচে রয়েছে মিথেন গ্যাস। এই গ্যাস বায়ুমণ্ডলে মিশে বজ্রপাত ঘটায়। এই হ্রদের ব্যাপারে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সঠিক কারণ এখনও জানা যায়নি।