Withdraw Money Without Debit Card: পকেটে নেই ডেবিট কার্ড! টাকা তুলুন এইভাবে
অনেকেই নগদ অর্থ পকেটে রাখেন না। বেশিভাগ সময় মানুষ আর্থিক লেনদেন করেন ইউপিআই-র মাধ্যমে। অনেক সময় ডেবিট কার্ড নিয়ে যেতে ভুলে যান। ডেবিট না থাকলেও টাকা তুলতে পারবেন এটিএম থেকে।
অনেকেই নগদ অর্থ পকেটে রাখেন না। বেশিভাগ সময় মানুষ আর্থিক লেনদেন করেন ইউপিআই-র মাধ্যমে। অনেক সময় ডেবিট কার্ড নিয়ে যেতে ভুলে যান। ডেবিট না থাকলেও টাকা তুলতে পারবেন এটিএম থেকে। ব্যাঙ্ক অব বরোদা গ্রহকদের জন্য একটি পরিষেবা এনেছে। ইন্টেরোপেরাবেল কার্ডলেস উইথড্রল পরিষেবার মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। গ্রহকদের টাকা তোলার জন্য দরকার লাগবে ইউপিআই কোড। এটিএমে গিয়ে স্ক্যান করতে হবে কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করলেই পাবেন নগত টাকা। BHIM, UPI গ্রাহকরাও এই পরাষেবা পাবেন। টাকা তোলার জন্য আপনাকে যেতে হবে বরোদার এটিএম-এ। সেখানে গিয়ে ‘UPI Cash Withdrawal’ -এ ক্লিক করতে হবে। তারপর টাকার পরিমাণ দিতে হবে। এরপর QR কোড স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করলেই পেয়ে যাবেন নগত টাকা।