Train News: এক্সপ্রেসের টিকিটে লোকালে চড়া যায়?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 02, 2023 | 6:23 PM

রেলের নিত্যযাত্রীরা রেলের নিয়ম কানুন সম্পর্কে ওয়াকিবহাল। ট্রেনের টাইমটেবলও তাঁদের মুখস্ত থাকে। অনেকে অবশ্য রেলের কোন নিয়ম ভাঙলে জরিমানার পরিমাণ কত সেটা জানেন না। বিভিন্ন ধরনের ট্রেনের বিভিন্ন রকমের টিকিট হয়।

রেলের নিত্যযাত্রীরা রেলের নিয়ম কানুন সম্পর্কে ওয়াকিবহাল। ট্রেনের টাইমটেবলও তাঁদের মুখস্ত থাকে। অনেকে অবশ্য রেলের কোন নিয়ম ভাঙলে জরিমানার পরিমাণ কত সেটা জানেন না। বিভিন্ন ধরনের ট্রেনের বিভিন্ন রকমের টিকিট হয়। মেইল এক্সপ্রেস, লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের বিভিন্ন রকম দাম হয়।

প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের টিকিট নিয়ে এক্সপ্রেস বা মেইল ট্রেনে চাপলে মোটা জরিমানা অনাদায়ে জেল পর্যন্ত হতে পারে। তবে উল্টোটা কি করা যায়? এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিটে লোকাল বা প্যাসেঞ্জারে চড়া যায় কি? এরকম করলে কি রেল জরিমানা করতে পারে? রেলের নিয়ম বলছে প্যাসেঞ্জারের টিকিটে চড়া যায় লোকাল ট্রেনে। মেইল ও এক্সপ্রেসের বেশি দামের টিকিটে চড়া যায় লোকাল ট্রেনে। সেক্ষেত্রে এক্সপ্রেসের টিকিটের গন্তব্যের মধ্যে যাত্রা করা যাবে। রেলের কোনও নিয়ম এতে আটকাবে না। কোনও ফাইন বা জরিমানার সম্মুখীনও হতে হবে না।