Plastic Ingestion: কন্টেনারে খাবার খাচ্ছেন নাকি ক্যারিব্যাগ চিবাচ্ছেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 02, 2023 | 6:58 PM

Single Used Plastic: সাম্প্রতিক একটি গবেষণা বলছে ০.১ থেকে ৫ গ্রাম মাইক্রোপ্লাস্টিক প্রতিদিন আমাদের শরীরে ঢুকছে। বছরে গড়ে আমাদের শরীরে ১১,৮৪৫ থেকে ১,৯৩,২০০ মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করে।

মাইক্রোপ্লাস্টিক আসলে প্লাস্টিকের ক্ষুদ্রতম আণুবীক্ষণিক কণা। সাম্প্রতিক একটি গবেষণা বলছে ০.১ থেকে ৫ গ্রাম মাইক্রোপ্লাস্টিক প্রতিদিন আমাদের শরীরে ঢুকছে। বছরে গড়ে আমাদের শরীরে ১১,৮৪৫ থেকে ১,৯৩,২০০ মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করে। এর ওজন ৭ গ্রাম থেকে ২৮৭ গ্রাম পর্যন্ত। এর ফলে জন্ম থেকেই পুরুষ শিশু বন্ধ্যাত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের পোর্টসমাউথ ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। প্লাস্টিক কন্টেনারের খাবারে পাওয়া গেছে ২.৩০ লাখ মাইক্রোপ্লাস্টিক। সাধারণ খাবারেও উপস্থিত মাইক্রোপ্লাস্টিক।

কন্টেনারবিহীন খাবারের ৫০,০০০ মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানীরা। কোনও গর্ভবতী মহিলার শরীরে মাইক্রোপ্লাস্টিক গেলে তার প্রভাব পড়ে গর্ভস্থ ভ্রুনের ওপরেও। মায়ের রক্ত স্রোত থেকে সেই মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে শিশুর রক্তে। দিল্লি আইসিএমআর ও হায়দরাবাদের গবেষকরা দেখেছেন এতে শিশুর জননতন্ত্রে ব্যাপক প্রভাব পড়ে। সরকারি তথ্য বলছে প্রতিবছর ৩.৫ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়। যার মধ্যে রিসাইক্লিং হয় খুব কম পরিমাণ প্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচতে প্লাস্টিকের বোতল ও পাত্রে জল পান বন্ধ করুন। তার বদলে ব্যবহার করুন তামা, ধাতব ও মাটির বোতল। মাইক্রোওয়েভ করার সময় প্লাস্টিকের পাত্র ব্যবহার বন্ধ করুন। নির্দিষ্ট রিসাইকেল ডাস্টবিনে প্লাস্টিকের জিনিসপত্র ফেলুন।