Low Cost Air Ticket: এভাবে সস্তায় কাটুন বিমানের টিকিট
সামনেই গরমের ছুটি। অনেকেরই বেড়ানোর প্ল্যান তৈরি। বিমানযাত্রার ক্ষেত্রে টিকিট কাটা একটা বিশাল ঝক্কি । কীভাবে কম খরচে বিমানের টিকিট কাটবেন? বিমানের টিকিটে বিভিন্ন উড়ান সংস্থা যাত্রীদের নানা আকর্ষণীয় অফার দেয়। সতর্ক না হলে, প্রতারণার শিকারও হতে পারেন।
সামনেই গরমের ছুটি। অনেকেরই বেড়ানোর প্ল্যান তৈরি। বিমানযাত্রার ক্ষেত্রে টিকিট কাটা একটা বিশাল ঝক্কি । কীভাবে কম খরচে বিমানের টিকিট কাটবেন? বিমানের টিকিটে বিভিন্ন উড়ান সংস্থা যাত্রীদের নানা আকর্ষণীয় অফার দেয়। সতর্ক না হলে, প্রতারণার শিকারও হতে পারেন। এই ভিডিয়োয় পাবেন কিছু টিপস যাতে প্রতারিত না হয়েই পাবেন সস্তায় টিকিট। বিমানের টিকিট কাটার আগে কিছু বিষয় মাথায় রাখুন। সপ্তাহন্তের চেয়ে সপ্তাহের মাঝে বিমানের টিকিট কাটলে টিকিটের দাম তুলনামূলক কম পড়ে। সকাল বা দুপুরের চেয়ে মাঝরাতে বা ভোরে বিমানের টিকিট কাটলে অনেকটা সস্তায় পাওয়া যায় টিকিট। ক্রেডিট কার্ডে টিকিট কিনলে পাওয়া যায় রিওয়ার্ড পয়েন্ট। একে বলে এয়ার মাইলস। পরবর্তী টিকিট কাটার সময়ে এই সংগৃহীত এয়ার মাইলস ব্যবহারে টিকিটের দামে অনেকটাই ছাড় মেলে। কেউ ১০,০০০ এয়ার মাইলস সংগ্রহ করলে আর প্রতি মাইলের দাম ৫০ পয়সা হলেও টিকিটের দামে মিলবে ৫০০০ টাকার ছাড়। টিকিট কাটার সময়ে ভুলেও কোনও প্রতারণামূলক লিঙ্ক ক্লিক করবেন না।