নিউ টাউন কফি হাউসের লোভনীয় অফার

নিউ টাউন কফি হাউসের লোভনীয় অফার

utsha hazra |

May 10, 2021 | 12:43 PM

পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী এবং হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন একটি বকুল গাছের চারা রোপন করে আর্থ ডের সূচনা করেন। সবুজ শহর নিউটাউনের পাশেই পূর্ব কলকাতা জলাভূমি।

২০২১-এর আর্থ ডে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি উদযাপন করল নিউ টাউন কফি হাউসে। পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী এবং হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন একটি বকুল গাছের চারা রোপন করে আর্থ ডের সূচনা করেন। সবুজ শহর নিউটাউনের পাশেই পূর্ব কলকাতা জলাভূমি। সেই জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি আলোচনা করেন ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন কফি হাউসে ঘোষণা করেন একটি নতুন উদ্যোগের। এবার থেকে আগ্রহীরা ওয়ার্ক ফ্রম হোমের বদলে ওয়ার্ক ফ্রম কফি হাউস করতে পারবেন। হিডকো চেয়ারম্যানের মতে, বাড়ি থেকে কাজ করার সময় অধিকাংশ মানুষেরই মনোসংযোগে বাধার সৃষ্টি করে বাড়ির পরিবেশ। তাই এবার ঘন্টায় ৯০ টাকা খরচ করে একসঙ্গে ৭০ জন নাগরিক প্রতিদিন পাবেন কফি হাউস থেকে কাজ করবার সুযোগ।