মমতার ওপর হামলা হয়নি, প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার দিকেই ইঙ্গিত
ভোট প্রচারে গিয়ে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর পায়ে করা হয়েছে অস্থায়ী প্লাস্টার।
ভোট প্রচারে গিয়ে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর পায়ে করা হয়েছে অস্থায়ী প্লাস্টার। ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতার এই আহত হওয়ার ঘটনায় পারদ চড়ছে রাজ্য রাজনীতির। বুধবার মধ্যরাতে টুইট করে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতার পায়ে প্লাস্টার করা অবস্থার ছবি দিয়ে টুইট করেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়েই ধরা গলায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
বঙ্গ বিজেপিকে সরাসরি বার্তা দিয়ে তিনি লিখেছেন, বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য ২ মে, রবিবার পর্যন্ত অপেক্ষা করুন। প্রস্তুত থাকুন। ঘটনার প্রাথমিক রিপোর্টে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনও হামলা হয়নি। ওই রিপোর্টে দুর্ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে সূত্রের খবর।