Mamata Banerjee: বেকারত্বের ‘সহজ সমাধান’ বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
চাকরিজীবীদের নিয়ে বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের চাকরি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই কিন্তু আবারও তিনি এই কথাই মনে করিয়ে দিলেন যে সরকারি চাকরির থেকে অনেক বেশি রোজগার হবে যদি চা বিস্কুট ঠিকঠাক বিক্রি করা যায়। পাশাপাশি তিনি আরও বলেন, মালদহর ক্ষেত্রে এই চায়ের দোকানের অনেক সুযোগ-সুবিধে
সরকারি চাকরির পিছনে না ছুটে চায়ের দোকান দেওয়ার পরামর্শ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদহর সভামঞ্চ থেকে চাকুরিপ্রার্থীদের এই পরামর্শই দেন তিনি। যদিও এর আগেও এই ধরণের পরামর্শ তিনি একাধিকবার দিয়েছেন। তখন সামনে এসেছিল চপ-শিল্প প্রসঙ্গ। আজ মালদহর ডিএসের মাঠে এসে সেই একই পরামর্শ আবারও দিলেন। চাকরিজীবীদের নিয়ে বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের চাকরি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই কিন্তু আবারও তিনি এই কথাই মনে করিয়ে দিলেন যে সরকারি চাকরির থেকে অনেক বেশি রোজগার হবে যদি চা বিস্কুট ঠিকঠাক বিক্রি করা যায়। পাশাপাশি তিনি আরও বলেন, মালদহর ক্ষেত্রে এই চায়ের দোকানের অনেক সুযোগ-সুবিধে। দুটি রাজ্যের সীমান্ত হওয়ায় ব্যবসার প্রসার আরও বেশি করে হতে পারে বলেই দাবি মুখ্যমন্ত্রীর। মাননীয় বলেন, ‘চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ভাইয়েরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলে ইনকাম খারাপ হয় না। চাকরির থেকেও বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্যে বসতি লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন। পলিটেকনিক ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা ১০ লক্ষ ছেলেমেয়েদের পলিটেকনিক ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই। যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিক ট্রেনিং নিয়েছেন।’