Meta Smart Glass: চশমায় ক্যামেরা, চশমায় লাইভ স্ট্রিম
এ যেন আশ্চর্য চশমা! এই চশমা পরে যেদিকে তাকাবেন সেই ছবি উঠে আসবে। মেটা এবং রে ব্যান বাজারে আনছে এই নতুন স্মার্ট চশমা। ফোটো, ভিডিও, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে যাবতীয় কাজ করবে এই চশমা। হ্যান্ডস ফ্রি সুবিধা যুক্ত এই স্মার্ট গ্লাস পকেট থেকে মোবাইল বার না করেই রেকর্ড করবে সমস্ত কিছু। স্মার্ট চশমার সঙ্গে সংযুক্ত থাকবে ৫টি মাইক্রোফোনও।
এ যেন আশ্চর্য চশমা! এই চশমা পরে যেদিকে তাকাবেন সেই ছবি উঠে আসবে। মেটা এবং রে ব্যান বাজারে আনছে এই নতুন স্মার্ট চশমা। ফোটো, ভিডিও, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে যাবতীয় কাজ করবে এই চশমা। হ্যান্ডস ফ্রি সুবিধা যুক্ত এই স্মার্ট গ্লাস পকেট থেকে মোবাইল বার না করেই রেকর্ড করবে সমস্ত কিছু। স্মার্ট চশমার সঙ্গে সংযুক্ত থাকবে ৫টি মাইক্রোফোনও। ১২ মেগা পিক্সেলের ১টি ক্যামেরার সঙ্গে যুক্ত আল্ট্রা ওয়াইড লেন্স। ৬০ সেকেন্ড পর্যন্ত 1080p রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে স্বক্ষম এই চশমা।
২০২১ এ এই চশমা একবার লঞ্চ হয়। এবারের স্মার্ট চশমাটি তারই আপডেটেড ভার্সন। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি হেডসেট। কোয়েস্ট থ্রি ভিআর হেডসেট। কথা বলে শেয়ার করা যাবে তোলা ছবি ও ভিডিও। একবার চার্জ দিলে ৩৬ ঘন্টা চলবে এই স্মার্ট গ্লাস। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপের কিছু দেশে ১৭ অক্টোবর লঞ্চ হবে এই স্মার্ট গ্লাস। মার্ক জাকারবার্গ জানিয়েছেন স্মার্ট গ্লাসের দাম পড়বে ২৯২ ডলার বা ২৪,৮৩৭ টাকা। ক্যারামেল, জিন্স এবং রেবেল ব্ল্যাক এই ৩টি রংয়ে পাওয়া যাবে স্মার্ট গ্লাসটি।