Microplastics Found in Human Hearts: হৃদয়ে প্লাস্টিক বিষ!
মার্কিন কেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত এক রিপোর্ট নাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের। মানুষের হৃদপিণ্ডে পাওয়া গেল মাইক্রো প্লাস্টিক। রক্ত স্রোতে, মিশে হৃদযন্ত্রে মাইক্রো প্লাস্টিক পৌঁছেছে।
মার্কিন কেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত এক রিপোর্ট নাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের। মানুষের হৃদপিণ্ডে পাওয়া গেল মাইক্রো প্লাস্টিক। রক্ত স্রোতে, মিশে হৃদযন্ত্রে মাইক্রো প্লাস্টিক পৌঁছেছে। ৫ মিলিমিটারের কম প্লাস্টিককে মাইক্রো প্লাস্টিক বলে। আগেই পাকস্থলীতে আর রক্ত স্রোতে এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। মাটিতে মিশে যাওয়া প্লাস্টিকের ক্ষুদ্র টুকরো উদ্ভিদের মধ্যে আর প্রাণীদেহে প্রবেশ করে। সেই মাইক্রো প্লাস্টিকপূর্ণ প্রাণী উদ্ভিদ এবং পানীয় জল থেকে মানবদেহে আসতে পারে মাইক্রো প্লাস্টিক। তবে হৃদপিণ্ডে যে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে তা বাতাস বাহিত। আন্টার্কটিকার বরফের চাদরের নিচেও পাওয়া গেছে মাইক্রো প্লাস্টিক। কিন্তু হৃদপিণ্ডের টিস্যুর মধ্যে চিনা গবেষকরা পেয়েছেন ১০ রকমের মাইক্রো প্লাস্টিক। এতে আছে পলিথিন টেরেফথালেট নামক মাইক্রো প্লাস্টিক। পোশাক আর খাবারের পাত্রে থাকে এই মাইক্রো প্লাস্টিক। পাওয়া গেছে পলিভিনাইল ক্লোরাইড। জলের পাইপ তিরই হয় এই ধরনের মাইক্রো প্লাস্টিক দিয়ে। বিশেষজ্ঞ, চিকিৎসক ও বিজ্ঞানীরা বলছেন এই মাইক্রো প্লাস্টিকে হার্ট অ্যাটাক হতে পারে। হতে পারে ক্যানসারও।