Kalyani Mobile Theft: মোবাইল চুরি করে ঝাঁপ,হল না শেষরক্ষা
কল্যাণীর ৪১ নম্বর রেলগেটের কাছে ঘটনা। তখনই ওই পড়ুয়ার এক বান্ধবী ও সহপাঠী তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। ওই কলেজ পড়ুয়ার বান্ধবীর বাবা তখন ওই ৪১ তম রেলগেটের পাশে একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ছুটে আছে রেললাইনের পাশে এসে হাতেনাতে চোরকে ধরে ফেলেন তিনি।
আজ দুই কলেজ পড়ুয়া কাঁচরাপাড়া থেকে কল্যাণী ট্রেনে চেপে কলেজ আসার পথে ট্রেন থেকে কলেজ পড়ুয়ার মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় চোর। কল্যাণীর ৪১ নম্বর রেলগেটের কাছে ঘটনা। তখনই ওই পড়ুয়ার এক বান্ধবী ও সহপাঠী তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। ওই কলেজ পড়ুয়ার বান্ধবীর বাবা তখন ওই ৪১ তম রেলগেটের পাশে একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ছুটে আছে রেললাইনের পাশে এসে হাতেনাতে চোরকে ধরে ফেলেন তিনি। তার কাছ থেকে দুটি ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কল্যাণী গয়েশপুর ফাঁড়ির পুলিশ ছেলেটিকে আটক করে নিয়ে যায়। ছেলেটির বাড়ি কৃষ্ণনগর নাম প্রদীপ বিশ্বাস।