AI: ফ্রিতে এআই শেখাবে মোদী সরকার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 25, 2023 | 7:32 PM

Artificial Intelligence: ৯টি আঞ্চলিক ভাষায় এই প্রোগ্রাম দেশের গ্রামীণ এলাকার তরুণ তরুণীদের জন্য। এই প্রোগ্রামের বিষয়ে জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ফ্রিতে এআই শেখাবে মোদী সরকার। গ্রামাঞ্চলের তরুণ তরুণীদের ভবিষ্যৎ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা শেখাবে কেন্দ্র সরকার। ইন্ডিয়া 2.0 অভিযানে বিনামূল্যে এই এআই ট্রেনিং প্রোগ্রাম। গাভি GUVI গ্র্যাব ইওর ভার্নাকুলার ইম্প্রিন্ট ও স্কিল ইন্ডিয়ার যৌথ উদ্যোগ এটি। গ্র্যাব ইওর ভার্নাকুলার ইম্প্রিন্ট আইআইটি মাদ্রাজ ও আইআইএম আমেদাবাদের তৈরি টেক কোম্পানি। এই প্রোগ্রাম বৃত্তিমূলক শিক্ষা ও ট্রেনিং এর জাতীয় কাউন্সিল আর আইআইটি মাদ্রাজ স্বীকৃত।

৯টি আঞ্চলিক ভাষায় এই প্রোগ্রাম দেশের গ্রামীণ এলাকার তরুণ তরুণীদের জন্য। এই প্রোগ্রামের বিষয়ে জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী বলেন কারিগরি শিক্ষার বাধা সরিয়ে প্রযুক্তি শিক্ষায় জোর দিতে হবে। এআই শিখতে গ্র্যাব ইওর ভার্নাকুলার ইম্প্রিন্টের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। কম্পিউটার শিক্ষার যোগ্যতা দিতে হবে।

সাইবার সিকিউরিটি, জাভা বা কোডিং জানা থাকলে ভাল। নাহলেও যোগ দেওয়া যাবে প্রোগ্রামে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে সারা বিশ্ব। তাই নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন দুনিয়া। বিশ্ব বাজার ও নিরাপত্তায় কী কী ঝুঁকি বাড়াবে এআই। ইউএন এ এই বিষয়ে বৈঠকে বসবে সদস্য দেশ গুলো।