Moynaguri Water Crisis: কেনা জলে শৌচ কর্ম, প্রতিবাদে বিক্ষোভে সামিল পুরবাসীরা
পানীয় জলের দাবিতে বিক্ষোভ ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বুধবার দুপুরে হাতে ফাঁকা জলের বালতি নিয়ে বিক্ষোভে সামিল হন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
পানীয় জলের দাবিতে বিক্ষোভ ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বুধবার দুপুরে হাতে ফাঁকা জলের বালতি নিয়ে বিক্ষোভে সামিল হন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শিখা মল্লিক, খোকন মল্লিক দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তাদের জলের জন্য কষ্ট ভোগ করতে হচ্ছে। এলাকায় কুয়ো শুকিয়ে গেছে। প্রায় আধা কিলোমিটার দূরে নদী থেকে নিয়ে আসতে হচ্ছে।নইলে জল কিনে পান করার পাশাপাশি কেনা জল দিয়ে শৌচকর্মও সারতে হচ্ছে। পাশাপাশি সকলের পানীয় জল কেনার মত সামর্থ্য না থাকায় তাদের নদীর জলের ওপর ভরসা করতে হচ্ছে। শৌচালয় যাওয়ার জন্য জল নিয়ে আসতে হচ্ছে নদী থেকে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।
ওয়ার্ডের কাউন্সিলর বাবন দাস জানান, আমি নিজে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকায় গিয়েছিলাম। কিন্তু তাদের কোন হেলদোল নেই। প্রায় হাজার তিনেক লোক জলের কষ্টে দিন যাপন করছে। কথা শুনতে হচ্ছে আমাকে। আমি এর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে লিখিত দিয়েছিলাম। তাদের গাফিলতির কারনে মানুষের করুন পরিনতি বলে অভিযোগ খোদ কাউন্সিলরের।
ঘটনায় জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সুকেটিভ ইঞ্জিনিয়ার অমিতাভ দত্ত টেলিফোনে জানান ময়নাগুড়ি ব্লকের একটি অংশ নিয়ে সম্প্রতি পৌরসভা গঠন হয়েছে। তাই সমগ্র এলাকার প্রশাসনিক হস্তান্তর সংক্রান্ত কাজকর্ম এখোনও সম্পন্ন হয়নি। পাশাপাশি কিছু এলাকায় পাইপ লাইন বসানো নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে প্রশাসনিক সমন্বয় সংক্রান্ত জটিলতা রয়েছে। সেগুলো দ্রুত মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।