MS Dhoni News: ধোনির কোম্পানির প্রধান কে জানেন?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 01, 2023 | 11:04 PM

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ কিছু বছর আগে। ২০২৩এ চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। আরও একটা মরসুম খেলবেন। এখন ব্যস্ত নিজের চাষাবাদের ফার্মে। এছাড়াও ধোনির আছে একটি মিলিয়েনিওর ব্যবসা। সেই ব্যবসার কর্ণধার ধোনির স্ত্রী সাক্ষী ধোনির মা শৈলা সিং।

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ কিছু বছর আগে। ২০২৩এ চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। আরও একটা মরসুম খেলবেন। এখন ব্যস্ত নিজের চাষাবাদের ফার্মে। এছাড়াও ধোনির আছে একটি মিলিয়েনিওর ব্যবসা। সেই ব্যবসার কর্ণধার ধোনির স্ত্রী সাক্ষী ধোনির মা শৈলা সিং। ধোনির শাশুড়ি শৈলা সিং ধোনির কোম্পানি ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও। এই মহিলা একজন সাধারণ গৃহবধূ বা হোম মেকার ছিলেন। ধোনির বাবা পান সিং এবং শৈলা সিং এর স্বামী আরকে সিং ছিলেন সহকর্মী। বর্তমানে সাক্ষী ও তাঁর মা ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড চালান। ৮০০ কোটি টাকার ব্যবসা ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ২০২০ থেকে চলছে এই কোম্পানি। সাক্ষী এই কোম্পানির শেয়ার হোল্ডার। মা ও মেয়ের মেলবন্ধনে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।