Murshidabad Water Problem: কুয়োর জল নীচে, ঘোলা জলে দিনযাপন!
গ্রীস্মকালে কুয়োর জলের লেয়ার নীচে নেমে যাওয়ায় কুয়োর ঘোলা জল খেয়ে দিন কাঠছে গ্রামে মানুষের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত টুরিপাড়া গ্রাম সহ বিভিন্ন গ্রামের একি সমস্যা।
গ্রীস্মকালে কুয়োর জলের লেয়ার নীচে নেমে যাওয়ায় কুয়োর ঘোলা জল খেয়ে দিন কাঠছে গ্রামে মানুষের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত টুরিপাড়া গ্রাম সহ বিভিন্ন গ্রামের একি সমস্যা। প্রতি বছর গ্রীস্মকাল পড়তে না পড়তেই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত টুরিপাড়া, বাগদাবড়া, সোনাজুড়ি গ্রাম সহ বিভিন্ন গ্রাম এলাকায় জলের সংকট দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতি মধ্যে ওই এলাকা গুলোতে বেশির ভাগ কুয়োর জল শুকিয়ে গেছে, আর কয়েকটা কুয়োর জল শেষ সীমানায়, তবুও আবার ঘোলা জল। স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে কুয়ো থেকে ঘোলা জল তুলে বাড়িতে সেই জল রেখে ওই জল পান ও রান্না করতে হয়। ওই এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার বসাবাস করে আর তাঁদের পানীয় জলের ভরসা বলতে কুয়োর জল, ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে, ঘোলা কুয়োর জল খেয়ে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ঠিক তবুও বাধ্য হয়ে ওই কুয়োর ঘোলা পানীয় জল পান করতে হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় একটি আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা জন্য , স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাদের বার বার বলা হয়েছে আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থার জন্য। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি ফলে অমিল আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা। ফলে বাধ্য হলে বেঁচে থাকার জন্য কুয়ো থেকে ঘোলা জল পান করছে বা রান্না করার জন্য ব্যবহার করছে বাসিন্দারা।