Mars Storm: মঙ্গলে শয়তান ঝড় তুলল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 15, 2023 | 9:00 PM

মঙ্গলে প্রাণ ও জলের খোঁজে ঘুরছে নাসার পার্সিভ্যারেন্স রোভার। ওই রোভার মঙ্গলের জেজেরো ক্রেটার এলাকায় একটি টর্নেডো দেখতে পায়। নাসা এই ঝড়কে শয়তানি ঝড় বা স্যাটানিক স্টর্ম বলছে। প্রচণ্ড ধুলো ঝড় ঘূর্ণি তৈরি করে মঙ্গলের থোরোফেয়ার রিজ এলাকায়।

মঙ্গলে প্রাণ ও জলের খোঁজে ঘুরছে নাসার পার্সিভ্যারেন্স রোভার। ওই রোভার মঙ্গলের জেজেরো ক্রেটার এলাকায় একটি টর্নেডো দেখতে পায়। নাসা এই ঝড়কে শয়তানি ঝড় বা স্যাটানিক স্টর্ম বলছে। প্রচণ্ড ধুলো ঝড় ঘূর্ণি তৈরি করে মঙ্গলের থোরোফেয়ার রিজ এলাকায়।

নাসার গবেষকরা এই ঘূর্ণিকে বলছে ডাস্ট ডেভিল বা শয়তানি ধুলো। প্রায় ২ কিমি উচ্চতায় ওঠে মঙ্গলের টর্নেডো। ১৯ কিমি/ঘণ্টা বেগে পূর্ব থেকে পশ্চিমে যায় এই স্যাটানিক স্টর্ম। ঝড়টি দৈর্ঘ্যে ১১৮ মিটার এবং প্রস্থে ৬০ মিটার। প্রতি সেকেন্ডে গতি বাড়াতে থাকে এই ডাস্ট ডেভিল ঝড়। মহাকাশ বিজ্ঞানীদের মতে মঙ্গলের এই ঝড় স্বাভাবিক।

বসন্ত ও গ্রীষ্মকালে এমনটা হয়। কলোরাডো মহাকাশ গবেষণা কেন্দ্রের অধ্য়াপক মার্ক লেমন বলছেন। এই ঝড় ভাল ইঙ্গিত দিচ্ছে। এই ঝড়ের কোনও প্রভাব পৃথিবীতে পড়বে না বলে জানিয়েছেন অধ্য়াপক মার্ক লেমন।

Published on: Oct 15, 2023 08:56 PM