Earthquake Alert: ভূমিকম্প হলে মেসেজ দেবে ফোন

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 15, 2023 | 8:29 PM

২ অক্টোবর সকাল ৬টা ১৫য় ৫.২ রিখটার স্কেলের কম্পনে কেঁপে ওঠে মেঘালয়। যতই দিন যাচ্ছে ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে হিমালয় ও তার সংলগ্ন অঞ্চল। ভূ অভ্যন্তরে প্লেটের নড়াচড়ায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াও সুনামি পরিস্থিতির সৃষ্টি হয়।

২ অক্টোবর সকাল ৬টা ১৫য় ৫.২ রিখটার স্কেলের কম্পনে কেঁপে ওঠে মেঘালয়। যতই দিন যাচ্ছে ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে হিমালয় ও তার সংলগ্ন অঞ্চল। ভূ অভ্যন্তরে প্লেটের নড়াচড়ায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াও সুনামি পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটি, ন্যাশনাল সিসমোলজি সেন্টার ও গুগল একযোগে চালু করছে একটি ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম।

অ্যান্ড্রয়েড সিস্টেমের একটি বিশেষ ফিচারকে কাজে লাগিয়ে ভূমিকম্পের তথ্য চলে যাবে গুগলের সার্ভারে। কম্পনের মাত্রা অনুযায়ী ‘টেক অ্যাকশন’ এবং ‘বি অ্যাওয়ার’ এই ২ ধরনের সতর্কবাণী পাঠাবে গুগল। এছাড়াও এই সিস্টেমের সাহায্যে ফোন যেখানে আছে সেখানকার কম্পনের তথ্য সংগ্রহ করতে পারবে ওই সার্ভার। রিখটার স্কেলে কম্পন যদি ৪.৫ বা তার উর্ধ্বে হয় তাহলে ‘টেক অ্যাকশন’ অ্যালার্ট আসবে।

অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ বা তার ওপরের সমস্ত ফোনে এই সিস্টেম সাপোর্ট করবে। স্মার্টফোনে ইন্টারনেট কানেক্ট করে লোকেশন অন রাখলেই কাজ করবে ফিচারটি। এছাড়াও ফোনে ‘আর্থ কোয়েক অ্যালার্ট’ অপশন অন করে রাখলে কাজ করবে গুগলের এই সর্তকতা। সমস্ত ভারতীয় ভাষায় পাওয়া যাবে এই অ্যালার্ট।