NASA Space Mission: দামি ধুলো এল পৃথিবীতে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 8:45 PM

OSIRIS-REx: বেন্নু গ্রহাণুর ধূলিকণা নিয়ে পৃথিবীতে ফিরল নাসার ওসিরিস-রেক্স। ৭ বছর মহাকাশে কাটিয়ে উটাহ ট্রেনিং রেঞ্জে নামল এই রিটার্ন ক্যাপসুল। সোনা রুপোর থেকেও নাকি দামি এই ধূলিকণা।

বেন্নু গ্রহাণুর ধূলিকণা নিয়ে পৃথিবীতে ফিরল নাসার ওসিরিস-রেক্স। ৭ বছর মহাকাশে কাটিয়ে উটাহ ট্রেনিং রেঞ্জে নামল এই রিটার্ন ক্যাপসুল। সোনা রুপোর থেকেও নাকি দামি এই ধূলিকণা। নাসা জানায়, সৌরজগৎ থেকে প্রথমবার নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন সফল হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০১৬ যাত্রা শুরু করে ওসিরিস-রেক্স। ডিসেম্বর ২০১৮-য় বেন্নু গ্রহাণুর কাছে পৌঁছয় ওসিরিস-রেক্স।

পৃথিবী থেকে বেন্নুর দূরত্ব ১২০ কোটি মাইল। মাত্র ১০ সেকেন্ড বেন্নুকে আলতো করে স্পর্শ করে ওসিরিস-রেক্স। তাতেই গ্রহাণু থেকে পাথর ও ধূলিকণার নমুনা সংগ্রহ করে ওসিরিস-রেক্স। ২০২১ এ ফেরার পথে যাত্রা শুরু। আড়াই বছর পর পৃথিবীর মাটি ছুঁল ওসিরিস-রেক্স। ওই পাথর ও ধুলোতে কী কী আছে তা নিয়ে গবেষণা চলছে। ১১ অক্টোবর গবেষণার ফল প্রকাশ করবে নাসা। আগামীতে অ্যাপোফিস গ্রহাণুতে নভোযান পাঠাবে নাসা। পাথুরে সেই গ্রহাণুতে নভোযানের ধাক্কা লেগে নষ্ট হতে পারে। তাই সেই অভিযান হবে বেশ কঠিন।