Purba Burdwan Dear Park: পূর্ব বর্ধমানে এবার নয়া পর্যটনকেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 05, 2023 | 9:56 PM

পর্যটকদের আকর্ষণের জন্য বাঁশদহ এবং চাঁদের বিল সংস্কার করা হয়েছে। মুড়িগঙ্গা সংস্কার করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। বেশ কিছু দিন আগে অরণ্য ভবনে গিয়ে বনমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, পূর্বস্থলীর দামোদরপাড়া এলাকায় অনাথ আশ্রমের পাশে রয়েছে ৪.৫ একর জমি। জমি লাগোয়া বড় পুকুর রয়েছে। কাছাকাছি তৈরি করা হয়েছে একটি অগভীর নলকূপ

পর্যটক টানতে উদ্যোগী হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ৪.৫ একর জমির উপরে ডিয়ার পার্ক (হরিণালয়) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর পঞ্চায়েতের দামোদরপাড়ায়। নদিয়া জেলার নবদ্বীপের গা ঘেঁষে রয়েছে এই ব্লকটি। শ্রীচৈতন্যের স্মৃতি বিজড়িত অজস্র মঠ মন্দির রয়েছে এখানে। যার টানে সারা বছরই প্রচুর দেশি, বিদেশি পর্যটকেরা আসেন। শুক্রবার জেলার ভূমিপুত্র তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা বনাধিকারিক নিশা গোস্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন। গোলাপ বাগের রমনা বাগানের মিনি জুতে যান তিনি। সেখানে ডিএফও নিশা গোস্বামীর সঙ্গে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পূর্বস্থলীতে হরিণালয় তৈরির জন্য ডিপিআর (ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট) তৈরি করতে বলেন। পর্যটকদের আকর্ষণের জন্য বাঁশদহ এবং চাঁদের বিল সংস্কার করা হয়েছে। মুড়িগঙ্গা সংস্কার করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। বেশ কিছু দিন আগে অরণ্য ভবনে গিয়ে বনমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, পূর্বস্থলীর দামোদরপাড়া এলাকায় অনাথ আশ্রমের পাশে রয়েছে ৪.৫ একর জমি। জমি লাগোয়া বড় পুকুর রয়েছে। কাছাকাছি তৈরি করা হয়েছে একটি অগভীর নলকূপ। শান্ত পরিবেশটি হরিণালয়ের জন্য আদর্শ বলে জানান তিনি। বনমন্ত্রীর হাতে নথিপত্রও তুলে দেন। স্বপন দেবনাথ বলেন, ‘‘বহু দিনের স্বপ্ন ছিল এলাকায় একটি হরিণালয় তৈরির। ডিপিআরের বিষয়টি নিয়ে জেলা বনাধিকারিকের সঙ্গে কথা হল। আশা করছি, খুব শীঘ্রই প্রকল্পটির কাজ শুরু হয়ে যাবে। ডিএফও নিশা গোস্বামী বলেন, মন্ত্রী আবেদন করেছেন। এই নিয়ে কথা হল।আমরা খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে সরজমিন দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।