Expensive Cities: জেনে নিন বিশ্বের ব্যয়বহুল শহরগুলির নাম

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 17, 2023 | 2:57 PM

বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরের নাম নিউ ইয়র্ক। ভারতেও রয়েছে বেশ কয়েকটি ব্যয়বহুল শহর। ভারতের ব্যয়বহুল শহরগুলি হল মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লি। বিশ্বের ব্যয়বহুল শহরের থেকে ভারতের শহরগুলি অনেকটাই পিছিয়ে আছে।

বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরের নাম নিউ ইয়র্ক। ভারতেও রয়েছে বেশ কয়েকটি ব্যয়বহুল শহর। ভারতের ব্যয়বহুল শহরগুলি হল মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লি। বিশ্বের ব্যয়বহুল শহরের থেকে ভারতের শহরগুলি অনেকটাই পিছিয়ে আছে। জীবনধারণের খরচের নিরিখে, হংকং-কে পেছনে ফেলে দিয়েছে নিউ ইয়র্ক। দ্বিতীয় স্থানে আছে হংকং। তৃতীয় স্থানে আছে সুইৎজারল্যান্ডের জেনেভা। চতুর্থ স্থানে আছে লন্ডন। পঞ্চম স্থানে আছে সিঙ্গাপুর। জীবনধারণের খরচের নিরিখে সিঙ্গাপুর গত বছরে ছিল ১৩ নম্বরে। সিঙ্গাপুরের খরচ এই বছরে বেশ বেড়েছে। জীবনধারণের খরচের দিক থেকে ভারত ১০০-র মধ্যেও নেই। ব্যয়বহুলের দিক থেকে মুম্বইয়ের স্থান ১৪৭ নম্বরে। ব্যয়বহুলের দিক থেকে নয়া দিল্লির স্থান ১৬৯ নম্বরে। ব্যয়বহুলের দিক থেকে চেন্নাইয়ের স্থান ১৮৪ নম্বরে। কলকাতা রয়েছে ২১১ নম্বরে। করাচি এবং ইসলামাবাদ হল কম ব্যয়বহুল দেশ।