Nikhil Kamath: ৩৫ বছরেই মালিক ৯০০০ কোটির!
ভারতেও অনেক এইরকম ধনকুবের ব্যক্তি আছেন। নিখিল কামাথও সেই ব্যক্তিদের মত একজন। নিখিল কামাথ জেরোধা-র প্রতিষ্ঠাতা। তিনি তাঁর সম্পত্তির ৫০% দান করবেন। তিনি নজির গড়েছেন সারা দেশে। দ্য গিভিং প্লেজ অভিযানে সমাজের কল্যাণে অনেকেই দান করেন। নিখিল কামাথও এই অভিযানে নাম লিখিয়েছেন
সারা বিশ্বে অনেক ধনকুবের ব্যক্তি আছেন। অনেকেই তাঁদের নিজেদের সম্পত্তি দান করেন সমাজের উন্নতির জন্য। ভারতেও অনেক এইরকম ধনকুবের ব্যক্তি আছেন। নিখিল কামাথও সেই ব্যক্তিদের মত একজন। নিখিল কামাথ জেরোধা-র প্রতিষ্ঠাতা। তিনি তাঁর সম্পত্তির ৫০% দান করবেন। তিনি নজির গড়েছেন সারা দেশে। দ্য গিভিং প্লেজ অভিযানে সমাজের কল্যাণে অনেকেই দান করেন। নিখিল কামাথও এই অভিযানে নাম লিখিয়েছেন। ৩৫ বছরেই তিনি ৯০০০ কোটির মালিক। ২০২২ সালে নিখিল কামাথ এবং তাঁর ভাই ১০০ টাকা দান করেছেন। এই টাকা খরচ করা হবে শিক্ষা, স্বাস্থ্যে ক্ষেত্রে। দ্য গিভিং প্লেজে যোগ দিয়েছেন ২৪১ জন বিলিয়নিয়ার। ইলন মাস্কও যুক্ত আছেন এই সংস্থার সঙ্গে। এলন মাস্কের ২১১ বিলিয়ন ডলারের সম্পত্তির আছে।
Latest Videos