Adipurush Movies: সবার সঙ্গে হলে বসে ‘আদিপুরুষ’-এ চোখ হনুমানজির
Movie News: আজ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ'। মুক্তির আগে নির্মাতাদের তরফে স্থির করা হয়েছিল প্রত্যেক স্ক্রিনে হনুমানের জন্য একটি করে সিট বরাদ্দ থাকবে। যেমন কথা, তেমন কাজ। মুক্তির প্রথম দিন হনুমানের নামে একটি সিট ফাঁকা রেখেই শুরু হয় ছবি। আর সবার সঙ্গে বসে ‘আদিপুরুষ’-এ চোখ রাখছে এক হনুমান। এমনই এক ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
হলে হাজির হনুমান
আজ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। মুক্তির আগে নির্মাতাদের তরফে স্থির করা হয়েছিল প্রত্যেক স্ক্রিনে হনুমানের জন্য একটি করে সিট বরাদ্দ থাকবে। যেমন কথা, তেমন কাজ। মুক্তির প্রথম দিন হনুমানের নামে একটি সিট ফাঁকা রেখেই শুরু হয় ছবি। আর সবার সঙ্গে বসে ‘আদিপুরুষ’-এ চোখ রাখছে এক হনুমান। এমনই এক ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রোশন বাড়িতে জ্ঞানের আলোর রোশনাই
বর্তমানে গুরু গৌর গোপাল দাস খুব জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায়। এবার রাকেশ রোশনের বাড়িতে হাজির হলেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রাকেশ তাঁর বাড়িতে গৌর গোপাল দাসের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে হৃতিক, সুনয়না রোশন এবং সুরানিকাও ছিলেন।
মুখ খুললেন ভাস্বর
মাঝে মধ্যেই কাশ্মীরে হারিয়ে যান অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তা নিয়ে ইন্ডাস্ট্রিতে কম রটনা নেই। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন এমনটাও রটে। এবিষয়ে অভিনেতার বক্তব্য, ““নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার কথা এটি। আমি কাশ্মীর যাই, ওখানে আমার বন্ধুরা আছে। আমার সময় কাটাতে ভাল লাগে। কিন্তু বলা হচ্ছে আমার নাকি সেখানে অবৈধ সম্পর্ক রয়েছে। এ সব শুনে মাঝেমধ্যে মজাই লাগে।”
বিয়ের পর কি উধাও প্রেম?
বিয়ের পর কি তাঁদের মধ্যে সেই সমীকরণ এক রয়েছে? এবার একান্তে ছবি শেয়ার করে প্রমাণ দিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। জুটিকে দেখে অবাক নেটপাড়া। একে অন্যের চোখে হারালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় গোধুলিবেলায় তোলা এই ছবি এখন চর্চার কেন্দ্রে, জুটি একে অপরের সঙ্গে এখন চুটিয়ে সংসার করছে।
বন্ধ হচ্ছে ‘হরগোরী পাইস হোটেল’?
শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক ‘হরগোরী পাইস হোটেল’। তবে এই খবর সত্য নয়। এবার লাইভে এসে জানিয়ে দিলেন ধারাবাহিকের অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। লাইভে এসে তিনি বলেন, “গুজবে কান দেবেন না। হরগৌরী পাইস হোটেল শেষ হচ্ছে না,আমরা ছিলাম, আছি, থাকব।”
মুক্তির প্রথম দিনেই দুর্ঘটনা!
হই-হই করে মুক্তি পেয়েছে প্রভাসের ‘আদিপুরুষ’। মুক্তির প্রথম দিনই ঘটে গিয়েছে এক অবাক করা ঘটনা। রেডিটে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, এক দর্শক অন্যজনকে কামড়াচ্ছেন। কারণ সেই ব্যক্তি প্রভাসের ছবি নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন।
কেমন সাজল বিগ বসের বাড়ি?
ক্রমাগত নতুন আপডেট আসছে ‘বিগ বস ওটিটি ২’ নিয়ে। অনুষ্ঠানের প্রতিযোগী থেকে শুরু করে বাড়ির ভিতরের ঝলক পর্যন্ত সবকিছু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবার বিগ বস ওটিটি ২ হাউসের সম্পূর্ণ ভিতরের ভিডিয়ো শেয়ার করা হয়েছে জিও সিনেমার ইউটিউব চ্যানেলে।
দক্ষিণে পা ইমরানের
দক্ষিণে অভিষেক হতে চলেছে অভিনেতা ইমরান হাশমির। তেলুগু সিনেমার পাওয়ার স্টার পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবির মাধ্যেমেই ডেবিউ হবে তাঁর। ইমরান হাশমির ফার্স্ট লুক শেয়ার করে নির্মাতারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ছবিতে।
কাঠমাণ্ডুতে বাতিল ‘আদিপুরুষ’-এর শো!
আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। নিরাপত্তার কারণে নেপালে এই ছবির সকালের শো বাতিল করা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে সীতার জন্মস্থান ভারত। এই নিয়েই শুরু হয় বিতর্ক।