Dhupguri News: ধূপগুড়িতে পরিকাঠামোহীন হাসপাতালে সফল অস্ত্রোপচার

Dhupguri News: ধূপগুড়িতে পরিকাঠামোহীন হাসপাতালে সফল অস্ত্রোপচার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 11, 2023 | 11:38 PM

ধূপগুড়ি পৌরসভার মধ্যে অবস্থিত ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত চিকিৎসক,নেই পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী ও।হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। হাসপাতালে বেহাল অবস্থার ছবি বারংবার তুলে ধরেছিলাম আমরা। তবে এবার মুমূর্ষ অন্তঃসত্ত্বা মহিলার যমজ সন্তানের প্রসব করিয়ে নজির গরলেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা। অন্তঃসত্তা মহিলার কথা ভেবে ঝুঁকি নিয়ে সফল ভাবে যমজ বাচ্চার প্রসব করান চিকিৎসক প্রনয়ণ দাস

নেই পর্যাপ্ত চিকিৎসক নেই পরিকাঠামো তবুও সফলভাবে যমজ সন্তানের প্রসব করালেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। খুশি চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী । সুস্থ রয়েছে মা ও দু শিশু ।
ধূপগুড়ি পৌরসভার মধ্যে অবস্থিত ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত চিকিৎসক,নেই পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী ও।হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। হাসপাতালে বেহাল অবস্থার ছবি বারংবার তুলে ধরেছিলাম আমরা। তবে এবার মুমূর্ষ অন্তঃসত্ত্বা মহিলার যমজ সন্তানের প্রসব করিয়ে নজির গরলেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা। অন্তঃসত্তা মহিলার কথা ভেবে ঝুঁকি নিয়ে সফল ভাবে যমজ বাচ্চার প্রসব করান চিকিৎসক প্রনয়ণ দাস।
ধূপগুড়ি মধ্য ডাউকিমারি গ্রামের বাসিন্দা অন্ত সত্ত্বা মহিলা যুথিকা রায় মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে গ্রামীণ হাসপাতালে পৌছায়।
অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা এমন ছিল যে তাকে এই হাসপাতালে প্রসব করানো ঝুকি পূর্ন ছিলো কারন হাসপাতালে সিজারের কোনো ব্যাবস্থা নেই। এদিকে জলপাইগুড়ি জেলা হাসপাতাল রেফার করলে যেতে প্রায় ঘন্টা খানেক সময় লাগবে। আর এতে আরো বেশী বিপদের সম্ভবনা থেকে যায়। তাই চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা মা ও শিশুর জীবনের কথা ভেবেই চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা ঝুকি নিয়ে দুটি যমজ কন্যা সন্তান প্রসব করান। দিকে সদ্যজাত শিশু এবং মা তিনজনেই সুস্থ রয়েছেন। সফল প্রসব করাতে পেরে খুশি চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী এবিং শিশুর পরিবার।