Panchayat Election 2023: সমাজমাধ্যম নয়, এখনও ভরসা ফ্ল্যাগ-ফেস্টুনই!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 19, 2023 | 9:07 PM

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক দলের ফ্লেক্স ও ফেস্টুন তৈরি করতে নাওয়া খাওয়া ভুলেছে ওরা, অপরদিকে অন্যান্য বছরের তুলনায়,এইবার রাজনৈতিক দলের নেতারা,whatsapp facebook এর উপর প্রচারে জোর দিচ্ছে বলে দাবি, ফ্লেক্স ব্যানার তৈরীর কারিগরদের।

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক দলের ফ্লেক্স ও ফেস্টুন তৈরি করতে নাওয়া খাওয়া ভুলেছে ওরা, অপরদিকে অন্যান্য বছরের তুলনায়, এইবার রাজনৈতিক দলের নেতারা whatsapp facebook এর উপর প্রচারে জোর দিচ্ছে বলে দাবি, ফ্লেক্স ব্যানার তৈরীর কারিগরদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একাধিক ফ্লেক্স ফেস্টুন তৈরি করার দোকান গুলিতে এমনি ছবি উঠে এলো। পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে হুগলি জেলার বেশ কিছু অংশের মানুষজন তাদের মনোনীত প্রার্থীর প্রচারের জন্য ঘাটালের ফ্লেক্স ফেস্টুন তৈরি সেন্টার গুলিতে ভিড় জমাচ্ছে । নির্বাচন কমিশন দ্রুততার সহিত পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করার জন্যই কিছুটা হলেও, চরম তৎপরতা সেন্টার গুলিতে। অপরদিকে এই সেন্টার গুলির দাবি, চরম ব্যস্ততা থাকলেও, এই বৎসর হোয়াটসঅ্যাপ ফেসবুকে বেশি গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা।