OLA Prime News: দুরন্ত সমাধান ওলা বুকিং সমস্যার
বৃষ্টি বা উৎসবের সময়ে গাড়ি পেতেও সমস্যা হয়। অনেক সময়ে গাড়ি বুক হবার পরও অজানা কারণে বাতিল হয়ে যায়। এই সমস্যা দূর করতে এবার এগিয়ে এল অ্যাপ ক্যাব সংস্থা ওলা। ভাবীশ আগরওয়াল এবং অঙ্কিত ভাট্টির প্রতিষ্ঠিত ওলা দেশের জনপ্রিয় অ্যাপ ক্যাব। ভাবীশ আগরওয়াল সম্প্রতি টুইট করেছেন তাঁদের সংস্থা এনেছে একটি পরিষেবা। ওলা বুকিং এর সমস্যা বা রিফিউজালের সমস্যা দূর করবে এই পরিষেবা
অ্যাপ ক্যাব ছাড়া দিন ভাবাই যায় না। অফিস বা অন্য কাজে কোথা যেতে অ্যাপ ক্যাব সঙ্গী। অথচ জরুরি মুহূর্তে ক্যাব ড্রাইভার বাতিল করেন জার্নি। বৃষ্টি বা উৎসবের সময়ে গাড়ি পেতেও সমস্যা হয়। অনেক সময়ে গাড়ি বুক হবার পরও অজানা কারণে বাতিল হয়ে যায়। এই সমস্যা দূর করতে এবার এগিয়ে এল অ্যাপ ক্যাব সংস্থা ওলা। ভাবীশ আগরওয়াল এবং অঙ্কিত ভাট্টির প্রতিষ্ঠিত ওলা দেশের জনপ্রিয় অ্যাপ ক্যাব। ভাবীশ আগরওয়াল সম্প্রতি টুইট করেছেন তাঁদের সংস্থা এনেছে একটি পরিষেবা। ওলা বুকিং এর সমস্যা বা রিফিউজালের সমস্যা দূর করবে এই পরিষেবা। এর নাম ওলা প্রাইম প্লাস। পরীক্ষা মূলক ভাবে এই পরিষেবা এখন কেবলমাত্র বেঙ্গালুরুতে শুরু হয়েছে। ভবিষ্যতে সারা দেশে চালু হবে এই পরিষেবা। সেরা রেটিং প্রাপ্ত গাড়ি ও চালক ছাড়াও অপারেশনাল সমস্যা বিহীন রাইড পাবেন গ্রাহক। এই প্রিমিয়াম পরিষেবা ভাবীশ আগরওয়াল নিজে ব্যবহার করবেন। এই প্রিমিয়াম পরিষেবায় যাত্রীদের ফিডব্যাকও নেবে ওলা। ভাবীশ যে স্ক্রিন শট শেয়ার করেছেন টুইটারে তাতে দেখা যাচ্ছে। একই সময় প্রাইম প্লাসের খরচ ৪৫৫টাকা অথচ মিনি ক্যাবের খরচ ৫৩৫টাকা।