2000 Rupee Note: বাতিল নোটের ভবিষ্যৎ কী?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 5:30 PM

আরবিআইয়ে জমা হবার পর মুদ্রাগুলি যাচাই হয়। কারেন্সি ভেরিফিকেশন এন্ড প্রসেসিং সিস্টেমে হয় এই কাজ। এরপর ঠিকঠাক নোট গুলো থেকে রিসাইকেল করে হয় নতুন নোট। বাকি বেশিরভাগ নোট কুচিকুচি করে কাটা হয় শ্রেডিং মেশিনে। এরপর এই কুচনো নোট গুলিকে পাঠানো হয় ব্রিকেটিং মেশিনে

Follow Us

৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ ২০০০ টাকার কারেন্সি নোটের। তারপরও কিছুদিন নোটগুলির মেয়াদ থাকবে। তারপর ধীরে ধীরে বাজার থেকে উঠে যাবে এই গোলাপি নোট। এই বিপুল পরিমাণ কারেন্সি নোটের ভবিষ্যৎ কী? ২০০০ টাকার এই নোটের কী হবে তারপর? কী করা হয় বাতিল হওয়া নোটের? জানেন? জানতে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি । আরবিআইয়ে জমা হবার পর মুদ্রাগুলি যাচাই হয়। কারেন্সি ভেরিফিকেশন এন্ড প্রসেসিং সিস্টেমে হয় এই কাজ। এরপর ঠিকঠাক নোট গুলো থেকে রিসাইকেল করে হয় নতুন নোট। বাকি বেশিরভাগ নোট কুচিকুচি করে কাটা হয় শ্রেডিং মেশিনে। এরপর এই কুচনো নোট গুলিকে পাঠানো হয় ব্রিকেটিং মেশিনে। সেখানে নোটের ব্রিকেট তৈরি হয়। চাকের মতো দেখতে ব্রিকেট বিভিন্ন কাজে, নানা শিল্পে পুনরায় ব্যবহার করা হয়। রিসাইকেলড জিনিসপত্র এবং অনেক চিমনির ভিতরের দেওয়ালে ব্যবহার হয় ব্রিকেট। প্লাইউডও তৈরি হয় এই ব্রিকেট থেকে। পেপার বোর্ডও তৈরি হয় এর থেকে। ২০১৬এ ১০০০ ও ৫০০ র নোট বাতিলের পরও প্লাইউডের কারখানায় যায় নোটের ব্রিকেট। রীতিমত দরপত্র হেঁকে এই পদ্ধতি চালায় রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৬এ ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউড কিনে নেয় বাতিল নোটের ব্রিকেট।

৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ ২০০০ টাকার কারেন্সি নোটের। তারপরও কিছুদিন নোটগুলির মেয়াদ থাকবে। তারপর ধীরে ধীরে বাজার থেকে উঠে যাবে এই গোলাপি নোট। এই বিপুল পরিমাণ কারেন্সি নোটের ভবিষ্যৎ কী? ২০০০ টাকার এই নোটের কী হবে তারপর? কী করা হয় বাতিল হওয়া নোটের? জানেন? জানতে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি । আরবিআইয়ে জমা হবার পর মুদ্রাগুলি যাচাই হয়। কারেন্সি ভেরিফিকেশন এন্ড প্রসেসিং সিস্টেমে হয় এই কাজ। এরপর ঠিকঠাক নোট গুলো থেকে রিসাইকেল করে হয় নতুন নোট। বাকি বেশিরভাগ নোট কুচিকুচি করে কাটা হয় শ্রেডিং মেশিনে। এরপর এই কুচনো নোট গুলিকে পাঠানো হয় ব্রিকেটিং মেশিনে। সেখানে নোটের ব্রিকেট তৈরি হয়। চাকের মতো দেখতে ব্রিকেট বিভিন্ন কাজে, নানা শিল্পে পুনরায় ব্যবহার করা হয়। রিসাইকেলড জিনিসপত্র এবং অনেক চিমনির ভিতরের দেওয়ালে ব্যবহার হয় ব্রিকেট। প্লাইউডও তৈরি হয় এই ব্রিকেট থেকে। পেপার বোর্ডও তৈরি হয় এর থেকে। ২০১৬এ ১০০০ ও ৫০০ র নোট বাতিলের পরও প্লাইউডের কারখানায় যায় নোটের ব্রিকেট। রীতিমত দরপত্র হেঁকে এই পদ্ধতি চালায় রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৬এ ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউড কিনে নেয় বাতিল নোটের ব্রিকেট।

Next Video