Nusrat Jahan in Panchayat Elections: এ কী বললেন নুসরত!
বসিরহাটের হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাঁকড়া হাই স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় গুরুতর অভিযোগ আনলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, "গত সাড়ে চার বছরের মধ্যেও যতবার বাংলার জন্য কিছু চাইতে গিয়েছি হেনস্থার শিকার হতে হয়েছে।"
বসিরহাটের হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাঁকড়া হাই স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় গুরুতর অভিযোগ আনলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, “গত সাড়ে চার বছরের মধ্যেও যতবার বাংলার জন্য কিছু চাইতে গিয়েছি হেনস্থার শিকার হতে হয়েছে। কেন্দ্র বাংলার মানুষকে মোটেও ভালবাসে না। কেন্দ্রের কারুর কাছে কিছু চাইতে গেলে ধাক্কাধুক্কি এমনকি শাড়ি টেনে ধরা সবই আমাদের সহ্য করতে হয়। সংসদ ভবনে বিভিন্ন দপ্তরের অফিসে যাওয়ার সময় এইসব ঘটনা ঘটে। কোন প্ল্যান পাশ যখন করতে পারে না তখধ ইডি-সিবিআই লাগিয়ে দেয়।” নাম না করে বিজেপিকেও তোপ দেগে বলেন, “আমি শুনেছি বিজেপির সংখ্যালঘুদের ভোট দরকার। তাই জাতি ভেদাভেদ করছে এই সরকার।” এদিনের এই নির্বাচনী জনসভায় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভাপতি সমীক রায় অধিকারী, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভাপতি অর্চনা মৃধা, হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহিদুল্লাহ্ গাজী ও পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী তুষার মন্ডলদের সঙ্গে নিয়ে একটি রোড শো করেন নুসরত। সুন্দরবনের রাস্তার দুই ধারে নুসরতকে দেখতে ভিড় জমায় প্রান্তিক এলাকার মানুষ। তিনি তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য মানুষের কাছে আবেদন জানান।