Shahrukh Khan: শাহরুখের ভিডিয়ো সামনে আসতেই শোরগোল

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 05, 2023 | 9:40 PM

আহত শাহরুখ খান, নাকে হয়েছে অস্ত্রোপচার, এমনই খবর মিলেছিল। এবার রাত পোহাতেই তা মিথ্যে প্রমাণিত হল। প্রকাশ্যে দেখা গেল শাহরুখ খানকে। নাকে নেই ব্যন্ডেজ। সূত্রের খবর, কিছুই হয়নি তাঁর। তিনি সুস্থই আছেন। রটে যাওয়া খবর সম্পূর্ণ মিথ্যে।

শাহরুখের নামে ভুয়ো খবর
আহত শাহরুখ খান, নাকে হয়েছে অস্ত্রোপচার, এমনই খবর মিলেছিল। এবার রাত পোহাতেই তা মিথ্যে প্রমাণিত হল। প্রকাশ্যে দেখা গেল শাহরুখ খানকে। নাকে নেই ব্যন্ডেজ। সূত্রের খবর, কিছুই হয়নি তাঁর। তিনি সুস্থই আছেন। রটে যাওয়া খবর সম্পূর্ণ মিথ্যে।

বিতর্কে করণ
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলার মুক্তিতে এবার বিতর্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মজা! সহ্য করল না নেটিজ়েনরা। ট্রেলারে সামনে আসা সংলাপে দেখা যায় রণবীর সিং চিনতেই পারলেন না বিশ্বকবিকে। তা নিয়েই এবার প্রতিবাদ। বিতর্কে ছবির প্রযোজক-পরিচালক করণ জোহর।

অভিনয় ছাড়ছেন সামান্থা?
মায়োসিটিসে ভুগছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। কয়েকমাস আগেই এই খবর এসেছিল সামনে। অভিনেত্রী চেয়েছিলেন বিরতি নিতে। তবে কাজের চাপে তা আর সম্ভব হয়নি। এবার জানালেন নিজের সিদ্ধান্ত, অভিনয় ছাড়ছেন না। তবে টানা একবছরের জন্য এবার সত্যিই বিরতিতে যাচ্ছেন তিনি।

জাওয়ান-ডানকি স্বত্ত্ব
বলিউডে এখন শাহরুখ খানই সহায়। ফলে লক্ষ্মীলাভের জন্য আগামী ছবিতেই নজর সকলের। আর সেই আশাতেই এবার তড়িঘড়ি বিক্রি হল শাহরুখ খানের আগামী দুই ছবি ‘জাওয়ান’ ও ‘ডানকি’-র ওটিটি স্বত্ত্ব। মোট ৪৮০ কোটি ইতিমধ্যে ঘরে তুললেন কিং খান।

করণের ছবিতে বড় চমক
সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর ট্রেলার। একটি গানে ইতিমধ্যেই দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে। শুধু তাই-ই নয়, ছবিতে বিশেষ চরিত্রে ধরা দিতে চলেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও সারা আলি খানও।

ফিরছে রাজকুমার-আমির জুটি?
দর্শককে ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবি উপহার দিয়েছেন রাজকুমার হিরানি ও আমির খান জুটি। আবারও এক সঙ্গেই কাজ করতে চলেছেন তাঁরা। যদিও নতুন ভাবনা নিয়ে এখনও মুখ খোলেননি ২জনের কেউই। তবে আসতে চলেছে যে বড় চমক, সে খবর নিশ্চিত।

প্রেম নিয়ে সরব শেহনাজ়
সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের পর থেকেই প্রেমবিমুখ শেহনাজ় গিল। যদিও তাঁর নামের সঙ্গে জড়িয়েছে একাধিক পুরুষের নাম। তবে সত্যিই কি প্রেম করছেন তিনি? এবার নিজেই জানালেন, তাঁর প্রেমের বিষয়ে কপাল খারাপ। তাঁর মতে, এখনকার প্রেম অনেকটা ‘এসো আর চলে যাও’-এর মতো।

শুভশ্রীর জীবন
দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী ও ইউভানের পরিবারে এবার নতুন সদস্য আসার পালা। ইউভানের সঙ্গে খেলায় মত্ত রাজ শেয়ার করলেন ছবি। দেখামাত্রই শুভশ্রী লিখলেন, ‘আমার জীবন’।

কার সঙ্গে দিতিপ্রিয়া?
একান্তে নৌকবিহারে দিতিপ্রিয়া রায়। কার সঙ্গে কাটাচ্ছেন সময়? রাখঢাক না-করেই জানিয়ে দিলেন, মাকে নিয়ে বেরিয়েছেন তিনি। মায়ের সঙ্গেই নদীর ধারে একান্তে কাটাচ্ছেন অবসর। ভাইরাল হয়েছে সেই ছবি।