Nusraat Faria News: রবিবার হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় নুসরতকে
আহত সঞ্জয় দত্ত শুটিং ফ্লোরে চোট পেলেন সঞ্জয় দত্ত। এই মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিংয়ে সঞ্জয়। সম্প্রতি, তাইল্যান্ডে এই ছবির শুটিং শুরু হয়। সূত্রের খবর, সেটেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জুবাবা। চোট লেগেছে মাথায়। বেশ কয়েকটা সেলাই পড়েছে। হলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! বক্সঅফিসে ভালই ব্যবসা করছে ‘গদর ২’। […]
আহত সঞ্জয় দত্ত
শুটিং ফ্লোরে চোট পেলেন সঞ্জয় দত্ত। এই মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিংয়ে সঞ্জয়। সম্প্রতি, তাইল্যান্ডে এই ছবির শুটিং শুরু হয়। সূত্রের খবর, সেটেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জুবাবা। চোট লেগেছে মাথায়। বেশ কয়েকটা সেলাই পড়েছে।
হলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান!
বক্সঅফিসে ভালই ব্যবসা করছে ‘গদর ২’। তবে এরই মধ্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ছবিটি চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা সিনেমা হল জুড়ে। এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তিকে কিল,চড়, ঘুষি মারতেও দেখা গেল উত্তপ্ত জনতাকে। ওই ঘটনার বেশ কয়েকটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা
৩ দিনেই একশ কোটি
পুরনো চাল ভাতে বাড়ে– এই প্রবাদকেই যেন কার্যত সত্যি প্রমাণ করলেন ‘গদর ২’-এর নির্মাতারা। ২০০১ সালে তৈরি এক ছবির দ্বিতীয় পর্বই এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। অনিল শর্মা পরিচলিত ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৪০ কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সেই আয় আরও বাড়ে, আর তৃতীয় দিনে ওই ছবি পার করে ফেলেছে ১০০ কোটি টাকা।
কত আয় ‘ওএমজি ২’র?
বক্স অফিসে কত আয় হল অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’র? বক্সঅফিস অব ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, এখনও পর্যন্ত ওই ছবি তিন দিনে আয় করেছে মোট ৪৩ কোটি টাকা। প্রথম দিমে ওই ছবি আয় করেছিল ১০ কোটি ২৬ লক্ষ। দ্বিতীয় দিনে তা গিয়ে দাঁড়ায় ১৫ কোটি ৩০ লক্ষতে। আর তৃতীয় দিনে ওই ছবি আয় করেছে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকা।
হাসপাতালে অভিষেক
বিগবস ওটিটির গ্র্যান্ড ফিনালে দোরগোড়ায়। এরই মধ্যে এই সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী অভিষেক মলহান ওরফে ফুকরা ইনসানকে নিয়ে খারাপ খবর। শোনা যাচ্ছে ফিনালের ঠিক আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তাঁর দিদি প্রেরণা মলহানও টুইটে এই খবরটি নিশ্চিত করেছেন।
প্লট বদল ধারাবাহিকের
‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক। ছবির প্লট দর্শকদের পছন্দ নয়। টিআরপি অন্তত জানান দিচ্ছে এমনটাই। তবে সম্প্রতি দেখা গিয়েছে, ধীরে ধীরে সুর নরম করছেন লেখিকা। সম্প্রতি ধারাবাহিকের শেষে দেখা গিয়েছে শিমুলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। শিমুলের সামনে ক্রমাগত নিজেকে ভাঙতে শুরু করেছেন তিনি।
হঠাৎ হাসপাতালে নুসরত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবার হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু দিন ধরেই তাঁর বাঁ দিকের চোখে একটি সমস্যা দেখা গিয়েছিল। সেই সমস্যাই গুরুতর হওয়ায় বাংলাদেশের বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। যদিও এখন ভাল আছেন তিনি।
গুরুতর অসুস্থ সুদীপ্তার মা
ঘোর সংকটে সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। সেরিব্র্যাল অ্যাটাকে আক্রান্ত হয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁর মা। টিভিনাইন বাংলাকে সুদীপা জানিয়েছেন, রবিবার ছেলে আদিদেবের সঙ্গে তাঁর মা খেলছিলেন। দু’জনের মধ্যে চলছিল খুনসুটি। তাঁর কথায়, “হঠাৎ করেই দেখি দু’জনের কোনও সাড়াশব্দ নেই। সন্দেহ হতেই আমি ঘরে গিয়ে দেখি, মা পড়ে আছেন। মুখ কেমন বেঁকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই”।
বিয়ে করলেন তাসনিয়া
বিয়ে করলেন ‘কারাগার’ খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারহিন। সোমবার ফেসবুকের পোস্টে তিনি লেখেন, ‘‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল।’’ তাঁর স্বামীর নাম শেখ রেজ়ওয়ান। কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন। যদিও স্বামীর মুখ প্রকাশ্যে আনেননি তাসনিয়া।