Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oliver Khan: ছাঁটাইয়ের পথে অলিভার কান!

Oliver Khan: ছাঁটাইয়ের পথে অলিভার কান!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 17, 2023 | 4:54 PM

বায়ার্ন মিউনিখের কিছুই যেন আর ঠিকঠাক চলছে না। গত কয়েক মাসে একের পর এক বিপর্যয়ে দেখেছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয় বায়ার্ন। ব্যর্থতার দায়ে সরিয়ে দেওয়া হতে পারে বায়ার্নের কিংবদন্তি ফুটবলার অলিভার কানকে। তাঁর জায়গায় জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লামকে নিয়ে আসার কথা শোনা যাচ্ছে।

বায়ার্ন মিউনিখের কিছুই যেন আর ঠিকঠাক চলছে না। গত কয়েক মাসে একের পর এক বিপর্যয়ে দেখেছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয় বায়ার্ন। ব্যর্থতার দায়ে সরিয়ে দেওয়া হতে পারে বায়ার্নের কিংবদন্তি ফুটবলার অলিভার কানকে। তাঁর জায়গায় জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লামকে নিয়ে আসার কথা শোনা যাচ্ছে। শেষ ষোলোয় মেসি–নেইমার–এমবাপ্পেদের পিএসজিকে বিদায় করে শেষ আটের টিকিট পায় তারা। এরপরই হঠাৎ ছন্দপতন দেখা যায়। বুন্দেসলিগায় পথ হারায় জার্মান চ্যাম্পিয়নরা। বিপর্যয় আরও বাড়ে যখন কোচ ইউলিয়ান নাগলসমানকে ছাঁটাই করা হয়। পারফরম্যান্সে ঘাটতির কারণেই নাগলসমানকে ছাঁটায়ের দাবি করে বায়ার্ন। নতুন কোচ টমাস টুখেল থিতু হওয়ার আগেই জার্মান কাপ থেকে বিদায় নেয় তারা। এবার তারা ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। কানের সম্ভাব্য বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন সাবেক ফ্রাঙ্কফুর্ট খেলোয়াড় ও টেলিভিশন উপস্থাপক ইয়ান অ্যাগার ফিউরটফট। ফিউরটফট এক টুইট বার্তায় জানিয়েছেন,বায়ার্নের জরুরি বৈঠকে কানের বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁর ক্লাব ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। যদিও শেষ পর্যন্ত কি হয় তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

Published on: Apr 25, 2023 03:38 PM