Magrahat Panchayat Repoll: ছেঁড়া ব্যালট টপকে ভোট প্রতিবাদ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 10, 2023 | 3:26 PM

গত শনিবার দুষ্কৃতীদের দৌরাত্ম্যে দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়া গ্রাম পঞ্চায়েতের সুলতান বাগ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৬ ও ১৮৭ নম্বর বুথে বন্ধ হয়ে গিয়েছিল ভোট গ্রহন। ভোট কেন্দ্রের পাশে মাঠে এখনও পড়ে রয়েছে ছেঁড়া ব্যালট পেপার। তার মধ্যেই আজ আতঙ্ক উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

মগরাহাট: গত শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতড়া গ্রাম পঞ্চায়েতের সুলতান বাগ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৬ ও ১৮৭ নম্বর বুথ দখল করে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বন্ধ হয়ে গিয়েছিল ভোট গ্রহন। কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাতে করে পিস্তল ও বোমা নিয়ে বুথের সামনে প্রকাশ্যে দাপিয়ে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়ে যায়। এমনকি ভোট দিতে আসা ভোটারদেরকে তাড়া করে মারধর ও বোমা ছোঁড়া হয়। আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় সেই বুথে পুননির্বাচন শুরু হয়েছে। এখনো ভোট কেন্দ্রের মাঠে পড়ে রয়েছে সেদিনকার ছেঁড়া ব্যালোট পেপার। আতঙ্ককে উপেক্ষা করে ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। ভোটের বাক্সে তৃণমূলের দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরুদ্ধে জবাব দিতে চায় শনিবার ভোট দিতে না পারা ভোটাররা।