Duttapukur TMC Clash: গোষ্ঠীকোন্দল থামার নামই নেই!
পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া অসীমা দাস এবং তাঁর স্বামী রবিদাসের লোকজন চড়াও হয়, টিকিট না পাওয়া তৃণমূল সদস্য রিনা দাসের বাড়িতে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশেমপুর পঞ্চায়েতের শ্রীকৃষ্ণনগর এলাকায়।
দত্তপুকুর: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফলে বাড়ি ভাঙচুর। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশেমপুর পঞ্চায়েতের শ্রীকৃষ্ণনগর এলাকায়। গতকাল রাত থেকেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া অসীমা দাস এবং তাঁর স্বামী রবিদাসের লোকজন চড়াও হয়, টিকিট না পাওয়া তৃণমূল সদস্য রিনা দাসের বাড়িতে। মদ্যপ অবস্থায় বাড়িতে এসে জানলা দরজা ভাঙচুর করে। দত্তপুকুর থানা ও তৃণমূলের নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে রিনা দাস ও তার পরিবার। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অসীমা দাসের স্বামী রবি দাস। উল্টে তিনি অভিযোগ করেন বেশ কিছুদিন আগে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে গন্ডগোল করে তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে। এই ব্যাপারে তিনি দত্তপুকুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাল্টা অভিযোগ যাই হোক না কেন তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে তা এই পঞ্চায়েত নির্বাচনে আরো একবার প্রমাণ হলো এই ঘটনায়।