Repoll in Purulia: থমথমে পরিবেশের মধ্যে ভোট!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 10, 2023 | 4:41 PM

থমথমে পরিবেশের মধ্যে ফিরে ভোট চলছে পুরুলিয়ার গাড়াফুসড়ো বুথে। ভোটের দিন এখানে তাণ্ডব চালানো হয় বুথে। জল ঢেলে দেওয়া হয় ব্যালট বাক্সে।

পুরুলিয়া: থমথমে পরিবেশের মধ্যে ফিরে ভোট চলছে পুরুলিয়ার গাড়াফুসড়ো বুথে। ভোটের দিন এখানে তাণ্ডব চালানো হয় বুথে। জল ঢেলে দেওয়া হয় ব্যালট বাক্সে। ঘটনার পর গ্রেপ্তার হন নির্দল প্রার্থী রূপচাঁদ মাহাতো ও তার বাবা ছুটুলাল মাহাতো। তাদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। নির্বাচন চললেও এখনো থমথমে গাড়াফুসরো গ্রামের বুথ। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোট গ্রহণ। ভোটের দিন বুথ দখল করে তান্ডব চালানোর অভিযোগে এই গ্রেপ্তার বলে জানা গেছে। এই গ্রেফতার নিয়ে সরব হয়েছে আদিবাসী কুড়মী সমাজ। সমাজের পক্ষে দাবী করা হয়েছে রূপচাঁদ তাদের সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে প্রশাসন প্রশাসনের কাজ।