Partha Arpita News: পার্থ চাইছেন সাহায্য করতে, নিচ্ছেন না অর্পিতা!

Partha Arpita News: পার্থ চাইছেন সাহায্য করতে, নিচ্ছেন না অর্পিতা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Aug 09, 2022 | 9:56 PM

বান্ধবীর দুর্দশায় আইনজীবীদের কাছে আক্ষেপ, সাহায্য করতে চাইছেন পার্থ। নিচ্ছেন না অর্পিতা।

কলকাতা: অনুতাপ? অনুশোচনা? সাদামাটা ভাবে দেখলে হয়ত তাই। ‘তাঁর জন্যই বিপাকে পড়তে হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে’ — প্রেসিডেন্সির সেলে এই চিন্তাই কুরে কুরে খাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী সর্বোতভাবে ‘বান্ধবীকে’ সাহায্যও করতে চাইছেন। কে অর্পিতাকে আইনি সাহায্য করছে, সে বিষয়েও নাকি জানতে চেয়েছেন পার্থ। প্রয়োজনে তিনি যদি কোনওরকম সাহায্য করতে পারেন, সেটা করতেও প্রস্তুত। আইনজীবীদের কাছে পার্থ চট্টোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করেছেন বলেই খবর সূত্রের। তবে সদিচ্ছা থাকা সত্ত্বেও এখনই ‘বান্ধবীকে’ সাহায্য করতে পারছেন না তিনি। কারণ, এখনই পার্থর সাহায্য নিতে চাইছেন না অর্পিতা।

অর্পিতার আইনজীবীরা মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েই বিপদ বেড়েছে তাঁর। পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্য নিয়েছেন অর্পিতা, এই বিষয়টি আদালতে পৌঁছলে জামিনের প্রক্রিয়া আরও দুর্গম হতে পারে। আর সেকারণেই আলাদা আলাদা আইনজীবীর সহায়তা নিয়েই আইনি লড়াই করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়।

Published on: Aug 09, 2022 09:56 PM