Arpita Mukherjee News: ডায়মন্ড সিটিতে অর্পিতার বেআইনি পার্কিং লট ভাঙবে দমকল

Arpita Mukherjee News: ডায়মন্ড সিটিতে অর্পিতার বেআইনি পার্কিং লট ভাঙবে দমকল

আসাদ মল্লিক

|

Updated on: Aug 09, 2022 | 10:48 PM

Arpita Mukherjee: ডায়মন্ড সিটির আবাসনে অন্যান্য সকল আবাসিকদের জন্য টিনের শেড ওয়ালা পার্কিং। শুধু অর্পিতার জন্যই পাকাপাকি জায়গা। একই আবাসনে বৈষম্য কেন?

কলকাতা: গারদে দিন কাটাচ্ছে ‘অপা’। এর মধ্যেই দুঃসংবাদ! ভাঙা হবে ডায়মন্ড সিটিতে অর্পিতার বেআইনি পার্কিং, খবর সূত্রের। প্রভাব খাটিয়ে কংক্রিট ও লোহা দিয়ে বিশেষ পার্কিংয়ের জায়গা তৈরি করেছিলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অভিযোগ এমনই।

ডায়মন্ড সিটির আবাসনে অন্যান্য সকল আবাসিকদের জন্য টিনের শেড ওয়ালা পার্কিং। শুধু অর্পিতার জন্যই পাকাপাকি জায়গা। একই আবাসনে বৈষম্য কেন? ইতিপূর্বে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরই ফুঁসছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। ফলত পার্কিংয়ের জায়গা ভেঙে দেবেন দমকলকর্মীরা, আপাতত সূত্রের খবর এমনই।

ফ্ল্যাট লাগোয়া স্থানেই কংক্রিট ও লোহার মোটা রড দিয়ে তৈরি এই পার্কিং লট। নিচে গাড়ি রাখার জায়গা, আর উপরে নিজস্ব বাগান। পার্কিংয়ের ‘আলাদা’ জায়গা ঘিরে অসন্তোষ ছিলই। পার্থ, অর্পিতা গ্রেফতার হতেই তড়িঘড়ি পার্কিং লট ভাঙার সিদ্ধান্ত।

Published on: Aug 09, 2022 10:48 PM