Partha Chatterjee Property: সম্পত্তির হিসাব রাখা কঠিন! শান্তিনিকেতনেও পার্থর ৭ বাগানবাড়ির হদিশ
Partha Chatterjee: ইডি সূত্রে খবর, শান্তিনিকেতনে থাকা ৭টি বাড়ির দেখাশোনা করতেন মোনালিসা দাস। অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও রয়েছে শান্তিনিকেতনে প্রচুর সম্পত্তি। ফলত ওয়াকিবহাল মহলের প্রশ্ন এই ৭ বাড়িতেও কি লুকিয়ে '৭ রাজার ধন'?
শান্তিনিকেতন (বীরভূম): SSC নিয়োগ দুর্নীতির তদন্তে জাল পেতেছিল ইডি। সেই জাল গোটানো শুরু হতেই চক্ষু চড়কগাছ! শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই প্রকাশ্যে নামি-বেনামি একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর।
মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি-কোটি টাকা। সেই তদন্তের মাঝেই এবার শিল্পমন্ত্রীর সম্পত্তির খোঁজ পেতে শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, শান্তিনিকেতনে রয়েছে পার্থর একাধিক বাড়ি। তিতলী, অপা, বা শান্তিনিকেতন, পার্থ ঘনিষ্ঠদের নামে বিলাসবহুল বাড়ি বোলপুরের শান্তিনিকেতনে!
শান্তিনিকেতনে একের পর এক বাগানবাড়ির হদিশ মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শান্তিনিকেতনের ফুলডাঙা ও প্রান্তিকে বেশ কয়েকটি বাগান বাড়ি, কোপাই যাওয়ার পথে আরও একটি বাড়ি, এমনকি জামবনি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায় নাকি প্রায়ই আসতেন এই সকল বাড়িতে জানাচ্ছেন স্থানীয়রা।
ইডি সূত্রে খবর, শান্তিনিকেতনে থাকা ৭টি বাড়ির দেখাশোনা করতেন মোনালিসা দাস। অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও রয়েছে শান্তিনিকেতনে প্রচুর সম্পত্তি। ফলত ওয়াকিবহাল মহলের প্রশ্ন এই ৭ বাড়িতেও কি লুকিয়ে ‘৭ রাজার ধন’?