মা Celeb-এর Set-এ পায়েল দে
দর্শকের দরবারে আজ পায়েলের মা হওয়ার জার্নি। মেরাখ তো থাকছেই। সঙ্গে পায়েল ফিরে দেখলেন নিজের মাকেও।
মেরাখ এখন অভিনেত্রী পায়েল দে-র জীবনের প্রায়োরিটি। পায়েলের পেশা অভিনয়। কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিচয়, তিনি একজন মা। সন্তান এবং কেরিয়ার ব্যালেন্স করছেন সমান তালে। মা-ছেলের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। পায়েল সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন।
দর্শকের দরবারে আজ পায়েলের মা হওয়ার জার্নি। মেরাখ তো থাকছেই। সঙ্গে পায়েল ফিরে দেখলেন নিজের মাকেও। মায়ের সঙ্গে অনেক সময় অনিচ্ছাকৃত ভাবেই হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছেন। আজ সে সব ভাবলে সত্যিই খারাপ লাগে পায়েলের। তাঁর সঙ্গে মায়ের যেমন সম্পর্ক, তিনি চান মেরাখের সঙ্গেও তাঁর একই সম্পর্ক তৈরি হোক।
Latest Videos

নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর

'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?

মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!

৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
