Joynagar Peacock News: বাড়ির ভেতর ময়ূর-বাজ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 22, 2023 | 3:23 PM

বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক। জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানা এলাকার ঘটনা।

বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক। জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ জয়নগর ২ নম্বর ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়। পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় জিয়াউল হক খান।

তারপরে বাড়িতে ঢুকে চক্ষু চড়ক গাছ পুলিশের। লুকোনো একটি লোহার খাঁচার মধ্যেই রয়েছে আস্ত ময়ূর ও বাজপাখি। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। তারপরে সেই লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার বনদপ্তরের হাতে ময়ূর ও বাজপাখিটি তুলে দেবে বকুলতলা থানা পুলিশ। পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল জিয়াউল।সে কি কোন পাচার চক্রের সঙ্গে জড়িত। সব উত্তর জিয়াউল হক খান ধরা পড়লেই জানা যাবে বলে ধারণা পুলিশের