Paschim Medinipur News: মাত্র ২ বছর ৯ মাসে রেকর্ড বুকে নাম!

Paschim Medinipur News: মাত্র ২ বছর ৯ মাসে রেকর্ড বুকে নাম!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 27, 2023 | 12:58 PM

পিংলার ছোট্ট সানা পারভীন জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায়। সানা পারভীন ওর বয়স এখন সবে ২ বছর ৯ মাস।এই বিষয়েই অনায়াসে ৮ টি রং, ৪০ টি বন্য পশু, ১০ টি গৃহপালিত পশু, ৪০ ধরনের ফল, ৩০ ধরনের ফুল, ২৪ ধরনের সবজি, ৬০ ধরনের পাখি, ২৫ ধরনের যানবাহনের নাম, এবং শরীরের ২০ টি অংশের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় জায়গা করে নিল।

পিংলার ছোট্ট সানা পারভীন জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায়। সানা পারভীন ওর বয়স এখন সবে ২ বছর ৯ মাস। বয়সের কমতিতে এখনো স্কুলেই ভর্তি হতে পারেনি। এই বিষয়েই অনায়াসে ৮ টি রং, ৪০ টি বন্য পশু, ১০ টি গৃহপালিত পশু, ৪০ ধরনের ফল, ৩০ ধরনের ফুল, ২৪ ধরনের সবজি, ৬০ ধরনের পাখি, ২৫ ধরনের যানবাহনের নাম, এবং শরীরের ২০ টি অংশের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় জায়গা করে নিল।

সংস্থার পক্ষ হতে সানা পারভীনের গলায় পরিয়ে দেওয়া হয়েছে সুদৃশ্য পদক, ব্যাজ, ওই ছোট্ট হাতেই তুলে দেওয়া হয়েছে শংসাপত্র, কলম, সাথে প্রায় আড়াই কেজি ওজনের ভারি তথ্য সমৃদ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মাদার বুক। যা অন্তত প্রায় ৩ বছরের দ্রিশানীর পক্ষে বহন করা সম্ভব নয়। এই বয়সে ছোট্ট সানার স্মরণশক্তি দেখে পাড়া প্রতিবেশী সবাই অবাক এবং মুগ্ধ।

ওর বাবা সেক সাব্বির আলী একজন চিকিৎসক, বাড়ি পিংলার মোহনপুর গ্রামে। মা তাহেরা খাতুন গৃহবধূ। ছোট্ট শিশুটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে এবং পুরস্কার জিতে কেবল মোহনপুর গ্রাম কিংবা নিজের বাবা মা ই নয় , সারা পিংলাকে গর্বিত করেছে বলা যায়। প্রতিবেশী রা সবাই ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।।