Jhargram ICDS Center: শিশুদের বাসযোগ্য করার এই হাল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 05, 2023 | 11:47 AM

ঝাড়গ্রাম শহরের পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শক্তিনগর শিশু আলয় কেন্দ্রটি একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।বারে বারে শিক্ষা নিয়ে নানান অভিযোগ রাজ্যে, কখনো মিড ডেমিলে টিকটিকি,সাপ চরম অব্যবস্থা পরিকাঠামোতে। কবে প্রশাসন ওই শিশু আলয় কেন্দ্রটিকে মেরামত করবে, সেদিকে তাকিয়ে রয়েছে শিশু আলয় কেন্দ্রে এর দিদি মনি সহ ওই এলাকার বাসিন্দারা।

ঝাড়গ্রাম শহরের পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শক্তিনগর শিশু আলয় কেন্দ্রটি একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।বারে বারে শিক্ষা নিয়ে নানান অভিযোগ রাজ্যে, কখনো মিড ডেমিলে টিকটিকি,সাপ চরম অব্যবস্থা পরিকাঠামোতে। তরপরো হুশ নেই প্রশাসনের। ঝাড়গ্রাম শহরের ওই শিশু আলয় কেন্দ্রের ছাউনিতে টিন দেওয়া রয়েছে। সেই টিন ফুটো হয়ে গিয়েছে। একটু বৃষ্টি হলে জল পড়ে শিশু আলয় কেন্দ্রে। সেই সঙ্গে নড়বড়ে দেওয়াল রয়েছে,কোথাও আবার ফাটল দেখা দিয়েছে দেওয়ালে। সাপ বাসা বাঁধতে পারে ওই শিশু আলয় কেন্দ্রে । চারদিকে জঞ্জাল ও আগাছায় পূর্ণ। ওই কেন্দ্রের দিদিমনি বারবার প্রশাসনকে জানানো সত্বেও শিশু আলয় কেন্দ্রটিকে মেরামত করা হয়নি।ডেঙ্গু থেকে নানান আতঙ্ক দেখা দিচ্ছে। যার ফলে ওই এলাকার মানুষজন তাদের শিশু সন্তানকে ওই শিশু আলয় কেন্দ্রে পাঠাতে চাইছেন না। তাই সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে শিশু আলয় কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে এলাকার বাসিন্দারা জানান। কবে প্রশাসন ওই শিশু আলয় কেন্দ্রটিকে মেরামত করবে, সেদিকে তাকিয়ে রয়েছে শিশু আলয় কেন্দ্রে এর দিদি মনি সহ ওই এলাকার বাসিন্দারা।

Published on: Aug 05, 2023 11:42 AM