Popular Bike and Car in India: বাজারে জনপ্রিয় গাড়ি এবং বাইকের তালিকায় কী কী রয়েছে?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 03, 2023 | 2:05 PM

সম্প্রতি Hyundai Creta SUV এবং Bajaj Pulsar এই দুই সেগমেন্টে রাজত্ব করছে। টু-হুইলার সেগমেন্টে স্কুটারের থেকে মোটরবাইক অনেকটাই বেশি জনপ্রিয়। তার মূল কিছু প্রতিযোগীকে পিছনে ফেলে এই তালিকায় এগিয়ে রয়েছে Bajaj Pulsar। যদিও ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের বিষয়ে এমন কোনও সমীক্ষা প্রকাশ করেনি সংস্থাটি। ফোর হুইলার সেগমেন্টে তালিকায় Hyundai Creta যেখানে প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে […]

সম্প্রতি Hyundai Creta SUV এবং Bajaj Pulsar এই দুই সেগমেন্টে রাজত্ব করছে। টু-হুইলার সেগমেন্টে স্কুটারের থেকে মোটরবাইক অনেকটাই বেশি জনপ্রিয়। তার মূল কিছু প্রতিযোগীকে পিছনে ফেলে এই তালিকায় এগিয়ে রয়েছে Bajaj Pulsar। যদিও ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের বিষয়ে এমন কোনও সমীক্ষা প্রকাশ করেনি সংস্থাটি। ফোর হুইলার সেগমেন্টে তালিকায় Hyundai Creta যেখানে প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে Kia Seltos।গত বছর আর একটি যে SUV কাস্টমারদের মন জিতে নিয়েছে, তা হল Maruti Suzuki Brezza। বড় গাড়ির দিক থেকে MPV বা SUV-র নিরিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে Toyota-র Innova Crysta এবং Fortuner। ভারতে লাগজ়ারি ভেহিকল সেগমেন্টে প্রথম স্থানে রয়েছে Marcedes Benz। বেশিরভাগ ভারতীয়ের পছন্দের বাইক Bajaj Pulsar। তার ঠিক পরেই রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস, বাজাজ পালসার NS, TVS Apache RTR এবং Honda CB Shine। লাগজ়ারি সেগমেন্টে Royal Enfield ইন্টারসেপ্টার সবথেকে জনপ্রিয় মডেল হয়েছে। তার পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে হার্লে ডেভিডজসন স্ট্রিট 750 এবং কাওয়াসাকি নিনজ়া ZX-10R। যে সব গাড়িতে অটোমেটিক গিয়ারবক্স রয়েছে, সেগুলি ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে।সেই ২০১৫ সাল থেকে অটোমেটিক ভেহিকলসের বিক্রিবাট্টা ২৩% থেকে বেড়ে ৩৩% হয়েছে গত বছরে। দূষণ কমানোর জন্য ডিজ়েল গাড়ির উপরে ১০ বছরের ক্যাপ বসানোর বিষয়টিও এই সেগমেন্টকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। ডিজ়েল ভেহিকলের বিক্রিবাট্টা ২০২১ সালে যেখানে ৬০% ছিল, তাই এখন কমে ৫৩ শতাংশ হয়েছে।