My India My LiFE Goals: শব্দ দূষণ রোধ করুন
শব্দ দূষণ রোধ করুন। শব্দ দূষণ মানসিক চাপ বাড়িয়ে তোলে। ঘুমে সমস্যা, কানে কম শোনার মতো সমস্যার কারণ শব্দ দূষণ। কোলাহলপূর্ণ জায়গায় ব্যবহার করুন ইয়ারপ্লাগ
শব্দ দূষণ রোধ করুন। শব্দ দূষণ মানসিক চাপ বাড়িয়ে তোলে। ঘুমে সমস্যা, কানে কম শোনার মতো সমস্যার কারণ শব্দ দূষণ। কোলাহলপূর্ণ জায়গায় ব্যবহার করুন ইয়ারপ্লাগ। গাড়িতে হর্ন ব্যবহারের সময় সচেতন থাকুন। লাউড স্পিকার ও সাইরেনের ব্যবহার সীমিত করুন। পার্টি বা উৎসবে জোরে গান বাজাবেন না। ফোনে স্মার্ট ভলিউমের ব্যবহার করুন।