My India My LiFE Goals: মাটির ক্ষয় রোধ করুন
মাটির ক্ষয় রোধ করুন। মাটির ক্ষয় মাটির পুষ্টিকে প্রভাবিত করে। দূষিত মাটি গাছ-গাছালির উপর খারাপ প্রভাব ফেলে। ফাঁকা জমিতে গাছ লাগান এবং অন্যদেরও উৎসাহ দিন
মাটির ক্ষয় রোধ করুন। মাটির ক্ষয় মাটির পুষ্টিকে প্রভাবিত করে। দূষিত মাটি গাছ-গাছালির উপর খারাপ প্রভাব ফেলে। ফাঁকা জমিতে গাছ লাগান এবং অন্যদেরও উৎসাহ দিন। নদী ও পুকুরের কাছে বাঁধ নির্মাণ করে মাটির ক্ষয় বন্ধ করুন। কৃষিকাজের জন্য ট্রাক্টর এবং অন্যান্য ভাল সরঞ্জামের ব্যবহার করুন। উর্বর জমির জন্য ফসল রোপণের মাঝে প্রয়োজনীয় সময়ের ব্যবধান রাখুন।