FIFA World Cup 2022: কাপ জিতলেই কয়েকশো কোটি টাকার পুরস্কার, বিশ্বজয়ীরা কত পাবে জানেন?
বিশ্ব ফুটবলের এই বিশাল মঞ্চে কি অপেক্ষা করে আছে কোনও রহস্য ? আছে কি কোনও নতুন চমক !
২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বসছে ২২ তম বিশ্বকাপের আসর। বিশ্বকাপের মূল্য পর্বে এবার নামছে ৩২টি দল। সবাই কাপ জয়ের জন্য নিজের সেরাটা দেবে। সব দলই জেতার জন্য মরিয়া। বিশ্ব ফুটবলের এই বিশাল মঞ্চে কি অপেক্ষা করে আছে কোনও রহস্য ? আছে কি কোনও নতুন চমক ! জানেন কি কাতার বিশ্বকাপ জিতলে কত পাবে বিজয়ী দল? এপ্রিলে দোহা এগজিবিসন এন্ড কংগ্রেস সেন্টারে ফিফা জানায় কী পরিমাণ অর্থ পাবে বিজয়ী দল।
বিশ্বকাপের ফাইনাল জয়ীরা প্রাইজ মানি হিসাবে ৩৮ মিলিয়ন ইউরো পাবে। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ৩১০ কোটিরও বেশি।