FIFA World Cup 2022: পাবে বসে বিয়ারে চুমুক দিয়ে বিশ্বকাপ উপভোগ? নৈব নৈব চ
কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন পাব মালিকরা।
বিয়ারে চুমুক দিতে দিতে আর উপভোগ করা যাবে না বিশ্বকাপের উত্তেজক ম্যাচ। এমনই ফতোয়া জারি করেছে জার্মানির পাব মালিকদের একাংশ। জার্মানির কিছু পাবের মালিক আসন্ন কাতারের বিশ্বকাপের ম্য়াচ দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন?
বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে কাতারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। বেতন পাননি, রাতারাতি ঘরছাড়া করা হয়েছে হাজারো শ্রমিককে। এসবেরই প্রতিবাদে মুখর জার্মানি। কাতার ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন পাব মালিকরা। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা।
Latest Videos