FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের মৃত্যুকূপ!

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের মৃত্যুকূপ!

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 15, 2022 | 3:53 PM

১৯৭৮ এবং ১৯৮৬-এ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার রয়েছে গ্রুপ- সি তে সঙ্গে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

এ বছর আয়োজক দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্য়তা অর্জন করেছে কাতার। গ্রুপ-এ তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্য়ান্ডস। গ্রুপ-বি তে রয়েছে ইংল্য়ান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস এবং ইরান। ১৯৭৮ এবং ১৯৮৬-এ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার রয়েছে গ্রুপ- সি তে সঙ্গে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। গতবার এবং ১৯৯৮-এ বিশ্বকাপ জয়ী ফ্রান্স রয়েছে গ্রুপ-ডি তে।

সবকটি গ্রুপ চ্য়ালেঞ্জিং। তবে এবারের ‘গ্রুপ অফ ডেথ’ বলা যায় গ্রুপ-ই-কে। এই গ্রুপে রয়েছে ২টি বিশ্বচ্য়াম্পিয়ন দেশ, ইউরোপের জার্মানি এবং স্পেন। তার মধ্য়ে জার্মানি বিশ্বকাপ হাতে তুলেছে ৪ বার এবং স্পেন বিশ্বসেরা হয়েছে ১ বার। ফুটবলে এই দুই শক্তিধর দেশের পাশাপাশি রয়েছে কোস্টারিকাও। ২০১৪ সালে সারা বিশ্বকে চমক দিয়েছিল এই দেশ। চতুর্থ দল হিসেবে রয়েছে এশিয়ার অন্য়তম শক্তিশালী দেশ জাপানও।