FIFA World Cup 2022: বিশ্বকাপ শুরুর আগেই রেইনবো আর্ম ব্যান্ড বিতর্কে কাতার
গত সেপ্টেম্বরে, ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এবং এলজিটিবিকিউ+ দের সমর্থনে ফুটবলারদের রেইনবো আর্ম ব্যান্ড পরতে দেওয়া হবে।
এলজিবিটি প্লাস জনগোষ্ঠীর সমর্থনে ফুটবল মাঠে রামধনুর রঙে আর্ম ব্যান্ড পরেন ফুটবলাররা। কেউ আবার বুটের ফিতেয় সাত রঙের ঝিলিক দেখান। গ্যালারিতেও থাকে রামধনু পতাকা। আর পাঁচটা মানুষের থেকে তাঁরা আলাদা। তাঁদের সমর্থনে সবুজ মাঠে রেইনবো লাভ আর্ম ব্যান্ড পরে নামেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। ২০২২ কাতার বিশ্বকাপেও রেইনবো ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন হ্যারি। এর জন্য তাঁর প্রয়োজনীয় ফিফার অনুমোদনও হয়ত জুটে যাবে। গত সেপ্টেম্বরে, ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এবং এলজিটিবিকিউ+ দের সমর্থনে এই উদ্যোগের অংশ হিসাবে ফুটবলারদের রেইনবো আর্ম ব্যান্ড পরতে দেওয়া হবে।
কাতারে রেইনবো আর্মব্যান্ড কি আদৌ পরতে পারবেন কেইন? নয়টি ইউরোপীয় দলের এই ধরনের আর্ম ব্যান্ড পরার কথা। উয়েফা বিশ্বকাপ টাস্ক ফোর্স তিন সপ্তাহ আগে ফিফাকে বিশ্বকাপে এটি পরার অনুমতি চেয়েছিল। সে বিষয়ে ফিফার প্রতিক্রিয়া এখনও আসেনি। প্রশ্ন হল ফিফা কি বিশ্বকাপে রামধনু আর্মব্যান্ড পরা দলগুলিকে অনুমোদন দেবে? নাকি জরিমানা করা হবে। বিষয়টি এখনও পরিষ্কার নয়। দ্বিতীয়ত কাতারে সমকামিতা সরকারি ভাবে বেআইনি। সেক্ষেত্রে কীভাবে কাতারের মাঠে ফুটবলাররা পরবেন সাতরঙা এই আর্ম ব্যান্ড? এর আগে স্টেডিয়াম তৈরির সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে এসেছিল কাতার বিশ্বকাপ। আর এবার আর্ম ব্যান্ড বিতর্ক। ব্রিটিশ জাতীয় কোচ গ্যারেথ সাউথগেট বলছেন – ফুটবলাররা বড়জোর এই ধরনের বিষয়গুলি তুলতে পারে এবং পরিস্থিতি পরিবর্তনের কথা বলতে পারে। এর বেশি আমাদের কিছু করার নেই।