Dawood Ibrahim News: দাউদ হাসপাতালে, কলকাতা কী দাউদের নামে আজ আর ভয় পায়?
দাউদ ইব্রাহিম। ভারতের মোস্ট ওয়ান্টেড। এখন তিনি অসুস্থ। তাঁকে কি কলকাতাবাসী এখনও ভয় পায়? জেনে নিন কি বলছেন কলকাতাবাসী?
দাউদ ইব্রাহিম। ভারতের মোস্ট ওয়ান্টেড। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত তিনি। গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। মৃত্যু হয় বহু মানুষের। মুম্বাই বিস্ফোরণের পর তিনি ভারত থেকে পালিয়ে যান। আজ তাঁর বয়স হয়েছে। এখন তিনি অসুস্থ। তাঁকে কি কলকাতাবাসী এখনও ভয় পায়? জেনে নিন কি বলছেন কলকাতাবাসী?
কলকাতাবাসী জানাচ্ছে দাউদকে এখন তারা আর ভয় পায় না। কারণ তার বয়স হয়েছে। শরীরে তার রক্ত এখন আর আগের মত গরম নেই। দাউদকে অন্য কোন শক্তি যদি সাহায্য না করতো তাহলে কখনোই তিনি বোম বিস্ফোরণ ঘটাতে পারতেন না এমনটাই দাবি কলকাতাবাসীর। আমাদের দেশ অনেক শক্তিশালী। দাউদের সেই ক্ষমতা হবে না ভারতে কোনভাবে বিস্ফোরণ ঘটাতে এমনটাই বলছেন কলকাতাবাসী।